কলকাতা: রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক! কলকাতায় এসে বার্ড ফ্লু আক্রান্ত হয় এক শিশু। প্রায় তিন মাস পর খবর এসেছে রাজ্যে। ভারতীয় বংশোদ্ভূত ওই শিশু অস্ট্রেলিয়ার বাসিন্দা। কলকাতায় আসার পরই তার শরীরে বার্ড ফ্লু ভাইরাস বাসা বেঁধেছিল বলে সূত্রের খবর। এরপর আড়াই বছরের ওই শিশুকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান তাঁর বাবা-মা। এরপর অসুস্থ হয়ে পড়ে শিশু।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে কলকাতার বাড়িতে এসেছিল আড়াই বছরের ওই শিশু। ফেব্রুয়ারির শেষে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যায় শিশুর পরিবার।
অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর তার শরীরে জ্বরের উপসর্গ দেখা দেয় বলে সূত্রের খবর। এরপর নমুনা পরীক্ষা করা হলে ‘বার্ড ফ্লু’ ভাইরাস ধরা পড়ে।
ঘটনার প্রায় তিন মাস পর গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দফতরে পৌঁছয় সেই খবর।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ওই খবর পাওয়ার পর কলকাতায় শিশুর সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আতঙ্কের কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে অনেক দেরীতে রিপোর্ট পাওয়া নিয়ে আক্ষেপ স্বাস্থ্য ভবনের। ফেব্রুয়ারির ঘটনায় রিপোর্ট মেলে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর।
এর আগে ২০১৯ সালে মানবদেহে বার্ড ফ্লুর ভাইরাসের খোঁজ মিলেছিল। পাঁচ বছর পর আবারও সেই একই ঘটনা। আতঙ্কের কোনও কারণ না থাকলেও, ভাইরাসের কথা মাথায় রেখে নজরদারি জারি রেখেছে স্বাস্থ্য ভবন।