জোড়াবাগানে ন’বছরের শিশুকে যৌন নির্যাতনের (Jorabagan Child Murder Case) পর গলা কেটে খুনের ঘটনায় উঠে এল দারোয়ানের যোগ থাকার সম্ভাবনা।শিশুটির পাকস্থলী থেকে মিলেছে বিরিয়ানি ও চিপস।তদন্তকারীরা মনে করছেন, চিপসের সঙ্গেই কিছু খাইয়ে সংজ্ঞাহীন করা হয় ওই শিশুকে। তারপর তার ওপর চলে যৌন নির্যাতন। শ্বাসরোধ করে খুন করা হয় ওই শিশুকে। ফের নীচে নেমে ঘর থেকে ছুরি নিয়ে এসে গলা কাটে।