CID Arrest: বারবেলায় দিনভর হালিশহরে তল্লাশি, AIIMS  হাসপাতালে নিয়োগ দুর্নীতিতে CID-র জালে এক

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 03, 2023 | 11:54 AM

CID Arrest: নিরাপত্তারক্ষী, গ্রুপ সি, ডি-সহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তবে উল্লেখ্য, এটা AIIMS এর নিয়োগ দুর্নীতির মামলার থেকে পৃথক। এই মামলায় বিজেপি বিধায়কদের কোনও যোগ নেই। 

CID Arrest: বারবেলায় দিনভর হালিশহরে তল্লাশি, AIIMS  হাসপাতালে নিয়োগ দুর্নীতিতে CID-র জালে এক
এমস কল্যাণী

Follow Us

কলকাতা: AIIMS  হাসপাতালে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি গ্রেফতার করল এক অভিযুক্তকে। ধৃতের নাম সোমনাথ বিশ্বাস। ধৃতকে আজ কল্যাণী আদালতে পেশ করা  হবে। শনিবার এই মামলায় হালিশহরে তল্লাশি চালায় সিআইডি। হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছেন সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় এক কোটি টাকার প্রতারণার অভিযোগ ধৃতের বিরুদ্ধে।  নিরাপত্তারক্ষী, গ্রুপ সি, ডি-সহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তবে উল্লেখ্য, এটা AIIMS এর নিয়োগ দুর্নীতির মামলার থেকে পৃথক। এই মামলায় বিজেপি বিধায়কদের কোনও যোগ নেই।

সূত্র মারফত জানা গিয়েছে, ওই ব্যক্তি একাধিক জনকে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা তুলেছিলেন। কিন্তু তাঁরা কেউই চাকরি পাননি। পরবর্তীকালে চাকরিপ্রার্থীরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। থানায় অভিযোগ দায়ের হয়। পরে মামলার দায়িত্বভার হস্তান্তরিত হয় সিআইডি-র হাতে। শনিবার হালিশহরের একাধিক জায়গায় তল্লাশি চালান সিআইডি আধিকারিকরা।

এর পাশাপাশি কল্যাণী এমসে নিয়োগ দুর্নীতির সমান্তরায়ভাবে আরও একটি মামলায় তদন্ত করছে সিআইডি। তাতে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধিকর্তাকে। ভবানী ভবনে তদন্তকারীদের সঙ্গে দেখা করতে বলা হয় কল্যাণী এমসের ডিরেক্টর রামজি সিংহকে। কল্যাণী এমসে বরাত পাওয়া ঠিকাদার সংস্থায় চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে গত বছর মে মাসে কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবক। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় তখন মামলা রুজু হয়। তাতে বিজেপি সাংসদদেরও নাম জড়ায়। তবে এই ব্যক্তি যে মামলায় গ্রেফতার করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভিন্ন কেস।

Next Article