AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Union Budget 2023: বাড়ছে সিগারেটের দাম! মাস গেলে আপনার কত বাড়তি খরচ হতে পারে, জানেন?

Budget 2023: সিগারেটের উপর এই কর শেষবার পরিবর্তিত হয়েছিল তিন বছর আগে। যাঁরা নিয়মিত ধূমপায়ী, তাঁরা এই তিন বছর ধরে এক ধরনের দামের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। মাসে সেই ধরনের একটি খরচের হিসেবও ধরা থাকত তাঁদের। এখন হঠাৎ করে আবার এই পরিবর্তনে খরচ বাড়তে চলেছে নিয়মিত ধূমপায়ীদের।

Union Budget 2023: বাড়ছে সিগারেটের দাম! মাস গেলে আপনার কত বাড়তি খরচ হতে পারে, জানেন?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 11:02 PM
Share

কলকাতা: ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট (Union Budget 2023) ঘোষণায় মধ্যবিত্তের উপর থেকে আয়করের চাপ কমেছে। কিন্তু যাঁরা নিময়িত ধূমপায়ী, তাঁদের এবার থেকে আরও বেশি করে ট্যাঁকের কড়ি খসতে চলেছে (Cigarette Price Hike) । কারণ, সিগারেটের উপর ন্যাশনাল ক্যালামিটি কনটিনজেন্ট কর ১৬ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। ফলে সিগারেটের দাম আরও চড়া হতে চলেছে। সিগারেটের উপর এই কর শেষবার পরিবর্তিত হয়েছিল তিন বছর আগে। যাঁরা নিয়মিত ধূমপায়ী, তাঁরা এই তিন বছর ধরে এক ধরনের দামের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। মাসে সেই ধরনের একটি খরচের হিসেবও ধরা থাকত তাঁদের। এখন হঠাৎ করে আবার এই পরিবর্তনে খরচ বাড়তে চলেছে নিয়মিত ধূমপায়ীদের।

আইসিআইসিআই ডিরেক্টের বিশ্লেষণ বলছে, বিভিন্ন প্রোডাক্টের ভিত্তিতে প্রতিটি সিগারেটের জন্য ৭ পয়সা থেকে ১২ পয়সা পর্যন্ত কর বাড়বে। অর্থাৎ সেক্ষেত্রে, প্রোডাক্টের ভিত্তিতে ১-৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সিগারেটের দাম। আপাতভাবে দেখে সিগারেটের প্রতিটি স্টিকের দাম খুব বেশি না বাড়লেও মাসের শেষে গিয়ে হিসেব করলে বোঝা যাবে, কতটাকা বেরিয়ে গেল পকেট থেকে। ধরে নেওয়া যাক, বাজারে চলতি বড় সাইজ়ের নামি যে সিগারেটের প্রোডাক্টগুলি রয়েছে, সেগুলির দাম ৩ শতাংশ করে বাড়তে চলেছে। সেক্ষেত্রে সিগারেটের ২০টি স্টিকের একটি প্যাকেট, যা এতদিন কিনতে গেলে ৩৩০ টাকা দিতে হচ্ছিল, নতুন দামে তা প্রায় ৩৪০ টাকায় কিনতে হবে বলে মনে করা হচ্ছে।

শহর কলকাতার মানুষজন কীভাবে দেখছে এই দাম বাড়াকে নিয়ে? বইমেলায় ঘুরতে আসা রাজদীপ, সল্টলেক করুণাময়ীর বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে সিগারেটে সুখটান দিচ্ছিলেন। দিনে ১০-১৫টি সিগারেট লেগে যায় তাঁর। নতুন অর্থবর্ষের বাজেট ঘোষণায় সিগারেটের দাম বাড়ার কথা শুনে চিন্তা বেড়েছে তাঁরও। হিসেব কষতে বসেছেন মাস গেলে কত টাকা বাড়তি বেরোবে পকেট থেকে। এখনও যদি এই রাজার হালে সুখটান খেতে হয়, তাহলে পকেট থেকে মাস গেলে আরও ২২৫ টাকা খসবে রাজদীপের। বছর ঘুরলে সুখটানের জন্য অতিরিক্ত আড়াই হাজারের বেশি খরচ হবে তাঁর। চিন্তার বিষয় তো বটেই!

কলকাতার তথ্য-প্রযুক্তি তালুকে প্রতিদিন কাজ করতে আসেন দীপঙ্করও। একটি বেসরকারি সংস্থায় কাজ করে। তাঁরও দিনে পাঁচ-ছ’টি সিগারেটের কাঠি লেগে যায়। এখন সিগারেটের দাম বাড়ায় চিন্তা পড়েছে তাঁরও। প্রতিদিন একটি নির্দিষ্ট অঙ্ক হিসেবে ধরা থাকে তাঁর এই সুখটানের জন্য। অতঃপর বাড়তি খরচের সুযোগ নেই। তাই এবার সিগারেট খাওয়াটা কমিয়ে আনবেন বলেই ঠিক করেছেন দীপঙ্কর। দিনে কতবার করে সুখটানে মন দেবেন, সেই হিসেব নিকেশও করতে শুরু করে দিয়েছেন তিনি। শুধু দীপঙ্কর বা রাজদীপই নয়, এমন চিন্তার ভাঁজ পড়েছে সব ধূমপায়ীদেরই। কীভাবে খরচ সামাল দেবেন, সেই নিয়ে চলছে হিসেব নিকেশ। কেউ কেউ তো আবার বলছেন, এবার সিগারেট খাওয়াটাই ছেড়ে দেবেন।

কত শুল্ক নেওয়া হচ্ছে?

আর এদিকে সিগারেটের উপর কর বাড়ার কথা ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়াতেও মিমের বন্যা বইতে শুরু করেছে। কেউ লিখছেন, ‘সহ্য করে নিতে হবে’। আবার কেউ লিখছেন, ‘যেভাবে সিগারেটের দাম বাড়ছে, তাতে এবার থেকে সুখটানের জন্য সোনার দোকানে যেতে হবে।’ কেউ আবার লিখছেন, ‘এবার থেকে অনলাইনে সবথেকে বেশি লেনদেন ১৮ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়ে যাবে।’