Local Train: মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট যাবেন? এই ১০ দিন আংশিক বন্ধ চক্ররেল

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Oct 20, 2023 | 4:32 PM

Local Train: চক্ররেলের একটি বড় অংশ গিয়েছে গঙ্গার একেবারে ধার ঘেঁষে। রেল লাইনের ধারেই একের পর এক গঙ্গার ঘাট। রেলের তরফে জানানো হয়েছে, দুর্গা প্রতিমা, লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা বিসর্জনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Local Train: মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট যাবেন? এই ১০ দিন আংশিক বন্ধ চক্ররেল
চক্ররেল
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: উৎসবের মরশুমে (Durga Puja) বিভিন্ন লাইনে স্পেশাল লোকাল ট্রেন (Local Train) চালানো হচ্ছে। তবে এই পুজোর মরশুমে মোট ১০ দিন চক্ররেল (Circular Rail) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। অক্টোবরের ২৪, ২৫, ২৬, ২৭, ২৯ ও ৩০ তারিখ বিকেল ৪টে থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে চক্ররেল পরিষেবা। এরপর নভেম্বরেও ১৩, ১৪, ১৫ ও ১৬ তারিখ ওই একই সময়ের জন্য বন্ধ রাখা হবে চক্ররেল। ফলে এই দিনগুলিতে যদি আপনার মিলেনিয়াম পার্ক বা প্রিন্সেপ ঘাটে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে বিকল্প অপশন ভেবে রাখুন আগেভাগে।

উল্লেখ্য, চক্ররেলের একটি বড় অংশ গিয়েছে গঙ্গার একেবারে ধার ঘেঁষে। রেল লাইনের ধারেই একের পর এক গঙ্গার ঘাট। রেলের তরফে জানানো হয়েছে, দুর্গা প্রতিমা, লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা বিসর্জনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থাও রাখছে রেল। ওই সময়ে দু’টি ট্রেন (৩০৩১২ ও ৩০৩১৪) কলকাতা স্টেশন পর্যন্ত যাবে এবং কলকাতা স্টেশন থেকে আবার ফিরে যাবে দু’টি ট্রেন ( ৩০৩৩১ ও ৩০৩১৩)। এর পাশাপাশি ৩০১২২, ৩০১২৩, ৩০১৫৪ ও ৩০১১১ ট্রেনগুলি শিয়ালদহ স্টেশন পর্যন্ত চলাচল করবে।

এক জোড়া লোকাল ট্রেন (৩০৭১১ ও ৩০৫৫২) বালিগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচল করবে। ৩০১১২ ও ৩০৩১৭ ট্রেনগুলি কাঁকুরগাছি রোড হয়ে বালিগঞ্জ পর্যন্ত যাবে। ৩০৪১৬ ও ৩০৪৫১ ট্রেনগুলি মাঝেরহাট পর্যন্ত চলাচল করবে। ৩০১৩৫ ও ৩০৩৫৩ ট্রেনগুলি ঘুরপথে বালিগঞ্জ হয়ে চলাচল করবে। এছাড়া ৩০৩৩২ কাঁকুড়গাছি রোড ও বালিগঞ্জ হয়ে চলাচল করবে।

Next Article