Bengal Budget: সিভিক ভলান্টিয়ার, মিড-ডে মিলের রাঁধুনিদের ভাতা বাড়ছে, বাজেটে প্রস্তাব চন্দ্রিমার

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 08, 2024 | 6:43 PM

WB Budget 2024: সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশ বা ভিলেজ পুলিশ-সহ যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে ২ লক্ষ টাকা অথবা ৩ লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Bengal Budget: সিভিক ভলান্টিয়ার, মিড-ডে মিলের রাঁধুনিদের ভাতা বাড়ছে, বাজেটে প্রস্তাব চন্দ্রিমার
বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা এবারের বাজেটে। বাড়ানো হল রাজ্য পুলিশে তাদের যুক্ত হওয়ার কোটাও। মাসিক বেতন আরও ১ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতদিন তাঁরা ৯ হাজার টাকা বেতন পেতেন। এবার তা বেড়ে ১০ হাজার টাকা হল। রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এই ক্ষেত্রে।

সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশ বা ভিলেজ পুলিশ-সহ যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে ২ লক্ষ টাকা অথবা ৩ লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

একইসঙ্গে চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে ৩ হাজার টাকা ও সাড়ে ৩ হাজার টাকা করে বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে। ২৮৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে এর জন্য।  অন্যদিকে মিডডে মিলের রাঁধুনিদের মাসিক ভাতাও বাড়ানো হয়েছে। ১ হাজার টাকা থেকে তা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে।

Next Article