কলকাতা: এলাকা দখল হোক বা ক্লাব দখল, ক্ষমতা মুঠোয় রাখতে অশান্তির ঘটনা নতুন নয়। নিউটাউনে রবিবার একটি ক্লাবের ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে তুমুল অশান্তি হয়। কোন গোষ্ঠী এই ক্লাব চালাবে তা নিয়ে মূলত এলাকার আরেক গোষ্ঠীর সঙ্গে লড়াই। দু’পক্ষের মধ্যে হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও আসেন ঘটনাস্থলে। উভয়ে মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোট মিটলেও জায়গায় জায়গায় অশান্তির অভিযোগ উঠছে। এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। এরইমধ্যে সূত্রের খবর, নিউটাউনের পুলিশ ক্যাম্প এলাকার একটি ক্লাবের ক্ষমতায় কারা থাকবে তা নিয়ে শুরু হয় অশান্তি।
ক্লাবে বর্তমানে যে কমিটি রয়েছে তা ভেঙে নতুন কমিটি তৈরির দাবি জানায় আরেক গোষ্ঠী। এদিন সে সংক্রান্ত একটি মিটিং ছিল। সেই মিটিং চলাকালীনই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তুমুল অশান্তির খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিউটাউন থানার পুলিশের সঙ্গে আসে কয়েকজন কেন্দ্রীয় বাহিনী। তারা ভিড় সরিয়ে পরিস্থিতি সামাল দেয়।