কলকাতা: মেঘ জমছে তিলোত্তমার আকাশে। বৃহস্পতিবার রাতেও কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটা জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ফলে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। হাওয়া অফিস বলছে, ১৭ ফেব্রুয়ারি শনিবারপশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।
পশ্চিমের জেলাগুলিতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস। তবে আগামী ২৪ ঘণ্টা পর থেকে ফের বদলাবে পরিস্থিতি। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির জেরে আগামী দুই দিনে তাপমাত্রা সামান্য কমলেও ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলে বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে শুক্রবারের পর থেকে। দার্জিলিং ছাড়া বাকি জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না।
হাওয়া অফিস বলছে, আগামী ২ থেকে ৩ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে পশ্চিমের জেলাগুলিতে ৪ থেকে ৫ দিন ভালই শীতের আমেজ থাকবে বলে জানা যাচ্ছে। সকালের দিকে হালকা কুয়াশারও দেখা মিলবে। অন্যদিকে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াল। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৪৮ থেকে ৯৪ শতাংশের আশপাশে।