Dev ED Notice: দেবকে দিল্লিতে ডাক ইডির, এখানেও ‘প্রতিহিংসার’ গন্ধ পাচ্ছে তৃণমূল

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Feb 15, 2024 | 6:57 PM

Dev: দেবের রাজনীতির কেরিয়ার কী হতে চলেছে, তিনি রাজনীতিতে থাকবেন কি না, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে সম্প্রতি। তবে যাবতীয় জল্পনা, বিতর্কে জল ঢেলে রাজনীতির ময়দানে রয়ে গিয়েছেন দেব। রবিবার মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক। তারপর সোমবার ঘোষণা, 'আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরে।' সেদিনে ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই এবার ইডির তলব দেবকে।

Dev ED Notice: দেবকে দিল্লিতে ডাক ইডির, এখানেও প্রতিহিংসার গন্ধ পাচ্ছে তৃণমূল
আরামবাগে মমতার সঙ্গে দেব
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দেবকে ইডির তলবে এবার ‘প্রতিহিংসার রাজনীতির’ গন্ধ পাচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে সেই কথাই তুলে ধরলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, দেব যদি তৃণমূল ছেড়ে দিতেন, কিংবা যদি বলতেন ভোটে দাঁড়াবেন না, তাহলে ইডির নোটিস পেতেন না ঘাটালের তারকা সাংসদ। শাসক দলের মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণালের বক্তব্য, ‘দেব যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব এবং তৃণমূলের প্রার্থী হয়েই ভোটে দাঁড়াব, তখন নোটিস পাঠানো হচ্ছে।’

প্রসঙ্গত, দেবের রাজনীতির কেরিয়ার কী হতে চলেছে, তিনি রাজনীতিতে থাকবেন কি না, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে সম্প্রতি। তবে যাবতীয় জল্পনা, বিতর্কে জল ঢেলে রাজনীতির ময়দানে রয়ে গিয়েছেন দেব। রবিবার মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক। তারপর সোমবার ঘোষণা, ‘আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরে।’ সেদিনে ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই এবার ইডির তলব দেবকে। আগামী বুধবার দিল্লিতে প্রবর্তন ভবনে গিয়ে ইডির অফিসে হাজিরা দিতে হবে তাঁকে। সূত্রের খবর, আর্থিক তছরূপ সংক্রান্ত একটি মামলায় তলব করা হয়েছে ঘাটালের তারকা সাংসদকে। আর এই নিয়েই এবার ফের বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের তত্ত্ব দাঁড় করানোর চেষ্টায় তৃণমূল।

প্রসঙ্গত, যেদিন দেবকে ডাকা হয়েছে, সেদিন আবার ঘটনাক্রমে ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিন বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেদিনই দেবকে কেন ডেকে পাঠানো হল, তা নিয়েও প্রশ্ন কুণালের। তৃণমূল মুখপাত্রের বক্তব্য, সেদিন সাংসদ ও শিল্পী হিসেবে দেবেরও বিভিন্ন কর্মসূচি থাকার কথা।

কুণালের দাবি, দেবকে দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো ‘প্রতিহিংসার রাজনীতি’। তৃণমূল মুখপাত্র বলেন, ‘দেবকে নানান ভাবে ভয় দেখানো হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল। ইডির নোটিস দিয়ে হেনস্থা বা বিব্রত করা হচ্ছিল। দেব মাথা নীচু করেননি। জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছেন ও লোকসভা ভোটে আবার ঘাটাল থেকে লড়বেন। তারপরই ইডির এই নোটিস প্রমাণ করে দেয়, এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে।’

উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গে তৃণমূলের এই ধরনের তত্ত্ব নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে যখন তৃণমূলের বিভিন্ন ছোট-বড়-মাঝারি নেতাকে তলব করেছে ইডি বা সিবিআই, তখনও এই প্রতিহিংসার তত্ত্ব ও এজেন্সির অপব্যবহারের তত্ত্ব শোনা গিয়েছে তৃণমূলের গলায়। আজ দেবকে ইডি নোটিস পাঠাতেই আবারও সেই ইস্য়ুতেই সরব তৃণমূল শিবির। যদিও বিজেপি শিবির থেকে বার বার বুঝিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের প্রতিহিংসার রাজনীতিতে গেরুয়া শিবির বিশ্বাসী নয়।

Next Article