কলকাতা: পুজোর মুখে সুখবর। উমা আগমণের আগেই অবশেষে পাকাপাকিভাবে বাংলা থেকে বিদায় নিল বর্ষা। কয়েক দিন আগেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছিল বর্ষা। কিন্তু, উত্তরের কিছু অংশে তখনও ছিল বর্ষার ছাপ। অবশেষে গোটা বাংলা থেকেই চলে গেল বর্ষার ছায়া। তবে বর্তমানে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখানে কারণে দুই ২৪ পরগনা ও নদিয়ায় এদিন সকাল থেকে ছিল মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হয়েছে। বিকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে দক্ষিণ কলকাতার নানা প্রান্তে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন উপকূলের কিছু জেলায় আংশিকভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফে। মোটের উপর পুজোর আকাশ মোটের উপর রোদঝলমলে থাকবে বলেই মৌসম ভবনের পূর্বাভাস। তবে নবমীর সকাল থেকে বাংলার কিছু কিছু জেলায় মেঘ ঢুকতে পারে। ফলে নবমী ও দশমীতে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও ভারী বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী কিছু কিছু জেলায়।
হাওয়া অফিসের তরফে এও জানা যাচ্ছে বর্তমানে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার কারণে মেঘলা আকাশ রয়েছে বাংলার কিছু জেলায়। তবে বুধবার থেকে ফের পরিষ্কার হবে আকাশ। আগামী ২০ তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তবে বর্ষা বিদায় নিলেও আগামী দুই দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।