Rain Forecast: ইদের সকাল থেকেই মেঘলা আকাশ! হাওয়া অফিস বলছে আসছে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Mar 31, 2025 | 2:56 PM

Rain Forecast: আপতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী দু’দিন কোথাও কোথাও মেঘলা আকাশের দেখা মিলতে পারে।

Rain Forecast: ইদের সকাল থেকেই মেঘলা আকাশ! হাওয়া অফিস বলছে আসছে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: ইদের দিন সকাল থেকেই মেঘলা কলকাতার আকাশ। একই ছবি আশপাশের জেলাগুলিতেও। আকাশে মেঘের সঞ্চার হওয়ায় তাপপ্রবাহের হাত থেকে খানিক রেহাই  মিললেও গরমের দাপট চলবে বলেই জানাচ্ছেন আবহাওয়া দফতরের কর্তারা। তবে মঙ্গলবার থেকে কিছুটা হলেও হাওয়া বদল দেখা যাবে। কিছুটা হলেও কমবে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, এ সপ্তাহে কলকাতার পারদ ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। গরমের দাপট চলবে পশ্চিমের জেলাগুলিতেও। সেখানে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। 

আপতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী দু’দিন কোথাও কোথাও মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বুধবার পশ্চিমের ৩ থেকে ৪টি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। 

অন্যদিকে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলিসায়স। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৪৮ থেকে ৮৯ শতাংশের মধ্যে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকছে আগামী ৪ থেকে ৫ দিন। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকছে। এই মুহূর্তে উত্তরে বৃষ্টির সম্ভাবনা নেই। 

Next Article