Kolkata: কলকাতায় ‘গোপন অপারেশন’ স্পেশাল ২৬-এর, CBI পরিচয়ে লুটে নিয়ে গেল ৩৫ লক্ষের সোনা

Susovan Bhattacharya | Edited By: Avra Chattopadhyay

Mar 31, 2025 | 2:57 PM

Kolkata: কটন স্ট্রিট এলাকায় দাঁড়িয়ে ওই তিন ভুয়ো সিবিআই রাস্তা আটকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির ব্যাগে তল্লাশি চালায়। তারা ওই ব্যক্তিকে তার কাছে থাকা সোনা নিয়ে একাধিক প্রশ্ন করে।

Kolkata: কলকাতায় গোপন অপারেশন স্পেশাল ২৬-এর, CBI পরিচয়ে লুটে নিয়ে গেল ৩৫ লক্ষের সোনা
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: শহরে গোপন অপারেশনে নেমেছে ‘স্পেশাল ২৬’। শুনে কোনও সিনেমার কথা মনে পড়লেও এটাই সত্যি। সিবিআইয়ের নামে শহরে লুঠপাট চালাচ্ছে এই দুষ্কৃতীরা। চিনারপার্কে পর এবার একই রকম কাণ্ড ঘটল পোস্তায়।

সিবিআই অফিসার সেজে তল্লাশির নামে ৪০০ গ্রাম সোনা লুটে নিয়ে চলে গিয়েছে এই দুষ্কৃতীরা। যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি। ইতিমধ্যে এই ঘটনায় পোস্তা থানায় দায়ের করা হয়েছে অভিযোগও। তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কটন স্ট্রিট এলাকায় দাঁড়িয়ে ওই তিন ভুয়ো সিবিআই রাস্তা আটকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির ব্যাগে তল্লাশি চালায়। তারা ওই ব্যক্তিকে তার কাছে থাকা সোনা নিয়ে একাধিক প্রশ্ন করে। যথাযথ তথ্যও দেখতে চায়। ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নির্দেশ মতোই সোনার গহনাগুলির নথিপত্র তাদের হাতে তুলে দেয়। আর তারপরেই বিপত্তি। সেই তথ্য ভুয়ো বলে দাগিয়ে ওই ব্যক্তির সোনার গহনা বাজেয়াপ্ত করে তারা। তারপরই সেখান থেকে চলে যায়।

ঠিক কী ঘটল তা বুঝে উঠতেই মাথায় হাত পড়ে ব্যক্তির। তিনি বুঝতে পারেন, ভরা বাজারে তাঁকে লুঠে নিয়ে চলে গিয়েছে একদল দুষ্কৃতী। তখনই স্থানীয় পোস্তা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে সে। তবে এখনও অধরাই রয়েছেন অভিযুক্তরা। প্রশ্ন উঠছে, তবে কি সেই ব্যক্তিকে আগাম টার্গেট করে রেখেছিল অভিযুক্তরা? গতিবিধিতে রেখেছিল নজর?