Bangla NewsKolkata Cm mamata banerjee doing press meet with State Level Investment Synergy Committee
CM Mamata Banerjee: ‘শিল্পপতিদের বলব কেউ টাকা চাইলে দেবেন না, আর হঠাৎ করে ছাঁটাই করবেন তাও চলবে না’
Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক
Mar 03, 2025 | 6:27 PM
CM Mamata Banerjee: এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দফতরের সঙ্গে দফতরের সমন্বয় রাখতে হবে। সব দফতরের সচিবেরা এখানে আছেন। এক মাসের মধ্যে অনুমতি দিতে হবে সব ক্লিয়ারেন্স হয়ে গেলে। দেরি হলে কিন্তু পস্তাতে হবে। কোথাও কোনও বাধা থাকলে তা সমাধান করার কাজ আপনাদের।"
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী
Image Credit source: Tv9 Bangla
Follow Us
স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) আলোচনা সভায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বৈঠকে বসেন তিনি। এক নজরে দেখে নিন মুখ্যমন্ত্রী কী বললেন?
সর্বশেষ তথ্য উপরে…
মমতা বন্দ্যোপাধ্যায়: দুর্গাপুর এবং হলদিয়ার INTTUC-র চেয়ারম্যান বদল করব। নাইট টাইমে ওয়াচ টাওয়ার বাড়াতে হবে। সিসিটিভি গুলো যেন ঠিক থাকে। নজর বাড়াতে হবে। পরপর একাধিক অনুষ্ঠান আছে । ১৪ এপ্রিল কালীঘাটের স্কাই ওয়াকের উদ্বোধন হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়: আইটি দফতরে অনেক পদ তৈরি হয়েছে।চাকরিও হয়েছে । বিজিবিএস র পরে আজ পর্যন্ত পলিউশন কন্ট্রোল এবং এনভায়রনমেন্ট আমাদের ১০২৬ আবেদনপত্রকে মঞ্জুর করেছে শিল্প তৈরির জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায়: জমি সেটেলমেন্টের জন্য অ্যাকশন নিতে হবে। কলকাতা লেদার কমপ্লেক্সের জমির বিষয়টি পনেরো দিনের মধ্যে করতে হবে। WBIDC, HIDCO দেখে নেবে কত প্রোপোজাল পড়ে আছে । আড্ডা ৩১০ একর দিয়েছে WBIDC-কে
মমতা বন্দ্যোপাধ্যায়: SHG র জন্য জেলায় জেলায় ১ একর জমি দেওয়া হচ্ছে। সেখানে পিপি মডেলে আপনারা তৈরি করুন। আমাদের দুটি তলা দিতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়: ছটা বড় ইকোনমিক করিডর তৈরি হবে। জমি পড়ে আছে। দখল হয়ে যাচ্ছে । আগামী তিন দিনের মধ্যে আমাদের দেখাতে হবে। দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব কোনও জমি ব্যবহার হচ্ছে না, দখল হয়ে যাচ্ছে । যেগুলো পড়ে আছে আমাদের নজরে আছে। সাত দিনের মধ্যে পাঠাতে হবে। নাহলে ওই দফতরে থাকার কোনও অধিকার নেই।
মমতা বন্দ্যোপাধ্যায়: শিল্পপতিদের বলব কেউ টাকা চাইলে দেবেন না।
আর হঠাৎ করে ৫০০ জনকে ছাঁটাই করে দেবেন- সেটাও চলবে না। দু তরফে বসে কথা বলে আলোচনা করে সমাধান করতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়: দফতরের সঙ্গে দফতরের সমন্বয় রাখতে হবে। সব দফতরের সচিবেরা এখানে আছেন। এক মাসের মধ্যে অনুমতি দিতে হবে সব ক্লিয়ারেন্স হয়ে গেলে। দেরি হলে কিন্তু পস্তাতে হবে। কোথাও কোনও বাধা থাকলে তা সমাধান করার কাজ আপনাদের।
রিয়েল টাইম ট্র্যকিং সিস্টেম তৈরি হয়েছে । আমি সিএস কে বলব আমায় সঠিক সময়ে রিপোর্ট জমা দেবেন।বাংলার উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য আমাদের দেখতে হবে। ট্রেড ইউনিয়নদের বলব কোনও পার্সোনাল সুবিধার জন্য কোনও শিল্পে বাধা দেবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমি মনে করি কোনওরকম সরকারি ভাবে দেরি করা যাবে না। সিরিয়াসলি সবটা ভাল করে দেখতে হবে। স্টাডি করতে হবে। সময়ের মধ্যে, গতি এনে কাজ করতে হবে দফতরগুলিকে। তারপর মুখ্যসচিব সেগুলি নিয়ে আমার কাছে আসবেন। এখন দিন পালটেছে। আজকের জনতা পাল্টেছে। জমি, ফায়ার পরিবেশ দফতরকে আমি বিশেষ নজর দিতে বলব ।
মমতা বন্দ্যোপাধ্যায়:আজ ফেসবুকে অনেক ভিডিয়ো দেখলাম॥ বেঙ্গল বিশেষ ভাবে টপ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। একটা বড় কারখানা হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। ছোট ছোট কারখানা হলে লক্ষাধিক কর্মসংস্থান হতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়: এটা প্রথম বৈঠক স্টেট লেভেল সিনার্জি বৈঠক। মুখ্যসচিব বলেছেন ১৫ দিনের মধ্যে এই কমিটি বৈঠক করবেন। ডিএম দের নেতৃত্বেও এ ধরনের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করব। জেলা গুলি অনেক বড়।
সিঙ্গল উইন্ডো সিস্টেম । এতে সহজে শিল্পের জন্য বিনিয়োগ করা যাবে সহজেই এবং সমস্যা থাকলে তার সমাধান করা যাবে এই পোর্টালের মাধ্যমে।