CM Mamata Banerjee: ‘বাংলায় কথা বললেই পুশব্যাক?’, রাজস্থানে আটকে থাকা বাঙালিদের ছবি দেখালেন মমতা
CM Mamata Banerjee: মমতা বন্দ্য়োপাধ্যায় মনে করেছেন, এই ঘটনার বিষয়ে হয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই জানেন না। তিনি বলেন, "বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশব্যাক করবে? তামিল বললে কি শ্রীলঙ্কায় পাঠাবে তাহলে? আর গোর্খা যাঁরা তাঁদের কি নেপালে পাঠাবে?"

কলকাতা: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করার অভিযোগ। ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিধানসভার অধিবেশন কক্ষেই এই নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলায় কথা বললেই পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।” আবারও সেই নিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুললেন তিনি। শুধু তাই নয়, রাজস্থানে কীভাবে উত্তর দিনাজপুরের ইটাহারের শ্রমিকদের আটকে রাখা হয়েছে সেই ছবিও দেখান মুখ্যমন্ত্রী।
আজ মমতা বন্দ্যোপাধ্য়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “বাংলাদেশি বলে রাজস্থানে বাঙালি শ্রমিকদের বন্দি করে রাখা হয়েছে।” এরপরই তাঁর প্রশ্ন,”বাংলায় কথা বলে কী অপরাধ করেছি আমরা এই বিজেপি সরকারের কাছে? বিবেকানন্দ কী ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কথা বলতেন? তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ।”
মমতার দাবি, দিল্লি বিশ্ববিদ্য়ালয়েও বাংলা ভাষা পড়ানো বন্ধ হয়েছে। তিনি বলেন, “শেমলেস ইস্যু।” বিজেপি শাসিত রাজ্যগুলির উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “গত কয়েক দিন ধরেই এটা চলছে। বাংলা ভাষায় কথা বললেই পুশব্যাক। আমাদের বাঙালিদের সম্মান করলে তোমরাও সম্মান পাবে। বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন। এর প্রতিবাদে আমরা পথে নামব। ভয়ানক অবস্থা চলছে।”
মমতা বন্দ্য়োপাধ্যায় মনে করেছেন, এই ঘটনার বিষয়ে হয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই জানেন না। তিনি বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশব্যাক করবে? তামিল বললে কি শ্রীলঙ্কায় পাঠাবে তাহলে? আর গোর্খা যাঁরা তাঁদের কি নেপালে পাঠাবে?” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লি, মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান…বাংলার কথা শুনলেই এরা জ্বলে। এগুলো বিজেপি পার্টি করছে। তাদের সরকারগুলো করছে।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন উত্তর দিনাজপুরের ইটাহারে মান্নাই অঞ্চলের খিসাহার গ্রাম সহ পাশ্ববর্তী গ্রামের প্রায় ৩০০ জনকে আটক করে রাখা হয়েছে বাংলাদেশি সন্দেহে। আটক হওয়া বাঙালিরা যোগাযোগ করেছেন বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গে। রাজস্থানের এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে বিশেষ ভাবে পর্যবেক্ষণ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

