Jagannath Rath Yatra 2024: বৃষ্টি ভিজেই রথের রশিতে টান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন করলেন রথযাত্রার

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 07, 2024 | 3:56 PM

Jagannath Rath Yatra 2024: মমতা এ দিন বলেন, "ইসকন মন্দিরের সকলকে নমস্কার জানাই। আমার শুভ কামনা থাকল সকলের জন্য। আমরা যেমন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি। তেমনই সব ধর্ম নিয়ে মেতে থাকি। তেমনই জগন্নাথ দেবও প্রিয়।"

Jagannath Rath Yatra 2024: বৃষ্টি ভিজেই রথের রশিতে টান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন করলেন রথযাত্রার
রথযাত্রার সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: প্রতি বছরের মতো এই বছরও কলকাতার ইসকনে মন্দিরের রথের রশি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে দিলেন শুভেচ্ছা বার্তা। কার্যত বৃষ্টির মধ্যে ভিজেই রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শুধু রথযাত্রা নয়, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি নবনির্মিত দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ,আদ্যাপীঠ মন্দির আলিপুরদুয়ার শাখার উদ্বোধনও করলেন। এরপর আরতি করতেও দেখা যায় তাঁকে।

মমতা এ দিন বলেন, “ইসকন মন্দিরের সকলকে নমস্কার জানাই। আমার শুভ কামনা থাকল সকলের জন্য। আমরা যেমন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি। তেমনই সব ধর্ম নিয়ে মেতে থাকি। তেমনই জগন্নাথ দেবও প্রিয়। আগামী বছর দিঘাতে পুরীর অনুকরণে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার উদ্বোধন হবে। তবে কিছু কিছু কাজ বাকি আছে। মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কীভাবে হবে? তাই আগামী বছর দিঘাতেও রথযাত্রা হবে।”

আজ কোন রুট দিয়ে যাবে রথ?

দুপুর ২ টো নাগাদ মিন্টো পার্কের হাঙ্গার ফোর্ড স্ট্রিট, ৩সি অ্যালবার্ট রোড মন্দির থেকে রথ বেরবে। সেখান থেকে এজেসি বসু রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখোপাধ্যায় রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড ক্রসিং,জওহরলাল নেহেরু রোড,আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢুকবে রথ। আগামী ১৪ জুলাই পর্যন্ত রথ থাকবে পুণ্যার্থীদের দর্শনের জন্য। আগামী ১৫ জুলাই সোমবার উল্টোরথ।

উল্টোরথের যাত্রাপথ…

বেলা ১২টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে রথ বেরোবে। সেখান থেকে আউট্রাম ঘাট থেকে বাঁদিকে নিয়ে জওহরলাল নেহেরু রোড,ডোরিনা ক্রসিং,এসএন ব্যানার্জি রোড,মৌলালি ক্রসিং,সিআইটি রোড, সুরাওয়ার্দি এভিনিউ,পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং,শেক্সপিয়ার সরণি, হাঙ্গারফোর্ড স্ট্রিট,৩সি অ্যালবার্ট রোড হয়ে ইস্কন মন্দিরে ঢুকবে রথ।

Next Article