স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ড: ‘রেলের কেউ আসেনি এখনও’, উদাসীনতার প্রসঙ্গ মমতার মুখে

সুমন মহাপাত্র

|

Updated on: Mar 09, 2021 | 12:33 AM

'রেলের ভবন, অনেক পুরনো ভবন।', ঘটনাস্থলে সাংবাদিকদের উদ্দেশে প্রথম বাক্য মমতার

কলকাতা: স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “রেলের ভবন, অনেক পুরনো ভবন। যারা নেভাতে এসেছিলেন। মোট ৭ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। লিফট দিয়ে তাঁরা উঠতে গিয়েছিলেন। বিদ্যুতের ঝলকের মতো দেহ পুরো ঝলসে গিয়েছে। নামগুলো এসেছে, কিন্তু চিহ্নিত না করা পর্যন্ত নাম দেওয়া হচ্ছে না। যে কর্মীরা লড়াই করে জীবন দিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও সরাকারি চাকরি দেওয়া হয়েছে। এটা রেলের জায়গা। তাদের উপর দায়িত্ব বর্তায়। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। তবে জায়গাটার ম্যাপও দেওয়া হয়নি। আগুন লাগতে লিফট ব্যবহার করা উচিত নয়। আগুন নিয়ন্ত্রণে, কিন্তু প্রাণগুলো চলে গিয়েছে। ৭ জনের মৃত্যু হয়েছে। কমিশনার বললেন আরও ২ জনের হয়ে থাকতে পারে।”

 

Published on: Mar 08, 2021 11:53 PM