কলকাতা: পেঁয়াজ, লঙ্কা, টমেটো যাতেই হাত দেবেন তাতেই ছেঁকা। কারণ বাজারের যেন আগুন ছুটছে দামের। আর তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্টেক হোল্ডার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন তিনি। কেন দাম বাড়ছে জানতে চান। সঙ্গে দাম কমানোর উপায়ও বাতলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এক শ্রেণির মানুষ অধিক মুনাফা লাভের আশায় হিমঘরে সবজি আটকে রাখে। আর তার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেও বলেছেন মুখ্যমন্ত্রী।
এ দিন মমতা বলেন, “আলু চাষিরা কেজি প্রতি ১৫টাকার বেশি দাম পায় না। অথচ বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। পুলিশকে বলছি বাজারগুলো আবার গিয়ে গিয়ে দেখুন। টাস্কফোর্স ময়দানে নামুন। বেশি মুনাফার লোভে কিছু কৃত্তিম চাহিদা তৈরি হচ্ছে।”
এরপরই উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যেমন ধরুন পাঁঠা বেশি বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রটিয়ে দেওয়া হয়। ফলে লোকে ভয়ে মুরগি খায় না। এরপর পাঁঠার দাম বেড়ে যায়। আবার মুরগির ক্ষেত্রেও এক করে। এটা বড় চক্র কাজ করে। চোখে দেখা যায় না। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আটকে রাখে। ৪৫ লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। অল্প অল্প বাজারে ছাড়ুন।”