Durga Puja 2023: রবিবার ১৭ দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি করবেন মুখ্যমন্ত্রী

Deeksha Bhuiyan | Edited By: অংশুমান গোস্বামী

Oct 14, 2023 | 11:50 PM

মহালয়ার সময় থেকেই কলকাতার বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। কিন্তু পায়ের চোটের জন্য এ বার সেই দৃশ্য দেখা যাচ্ছে না। তবে বাড়িতে বসেই ভার্চুয়ালি বিভিন্ন পুজোর উদ্বোধন করেছেন তিনি। রবিরারও কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করবেন বলে জানা গিয়েছে।

Durga Puja 2023: রবিবার ১৭ দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি করবেন মুখ্যমন্ত্রী
ভার্চুয়ালি চক্ষুদান করছেন মুখ্যমন্ত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পায়ের চোটের জন্য স্পেন থেকে ফেরার পর থেকে ঘরবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নেও যেতে পারছেন না তিনি। এ দিকে দুর্গাপুজোও চলে এসেছে। মহালয়ার সময় থেকেই কলকাতার বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। কিন্তু পায়ের চোটের জন্য এ বার সেই দৃশ্য দেখা যাচ্ছে না। তবে বাড়িতে বসেই ভার্চুয়ালি বিভিন্ন পুজোর উদ্বোধন করেছেন তিনি। রবিরারও কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করবেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার থেকেই ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার বিভিন্ন পুজোর উদ্বোধনের পাশাপাশি কলকাতার পুজোরও উদ্বোধন করেছেন। রবিবার আরও ১৭টি পুজোর উদ্বোধন করবেন তৃণমূল সুপ্রিমো। বিকাল ৪টে থেকে শুরু হবে সেই উদ্বোধন অনুষ্ঠান। নীচের তালিকার পুজোগুলির উদ্বোধন রবিবার করবেন মুখ্যমন্ত্রী।

  • বাটাম ক্লাব, পেয়ারা বাগান
  • পদ্মপুকুর বারোয়ারি
  •  চক্রবেড়িয়া সর্বজনীন
  • ৭৫ পল্লি
  • দক্ষিণ কলকাতা সর্বজনীন
  • বেহালা নতুন দল
  • বড়িষা ক্লাব
  • অজেয় সংহতি
  • ৪১ পল্লি
  • বোসপুকুর তালবাগান
  • বোসপুকুর শীতলা মন্দির
  • ২১ পল্লি
  • আদি বালিগঞ্জ
  • গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব
  • কালীঘাট মিলন সংঘ
  • শীতলা মন্দির, ভবানীপুর
  • আলিপুর সর্বজনীন

ববি হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণীতে প্রতিবার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী। এ বার তিনি সেই চক্ষুদান করেছেন ভার্চুয়ালি। এ ছাড়াও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছেন তিনি। এর আগে লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেরও পুজোও উদ্বোধন করেছেন।

Next Article