কলকাতা: আলোচনায় বসার জন্য ফের আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি দেওয়া হল নবান্নের তরফে। আজ, বৃহস্পতিবার বিকেল ৫টায় সময় দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আলোচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আন্দোলনকারীদের বাকি যে সব শর্ত ছিল, তা কার্যত মানা হয়নি। ইতিমধ্যেই দু’রাত স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় বসে কাটিয়ে ফেলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁদের পাঁচ দফা দাবি মানতে হবে, এই দাবিতেই চলছে বিক্ষোভ।
বৈঠকের জন্য বুধবার কয়েকটি শর্ত দিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সরকারি হাসপাতালের ৩০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন বৈঠকে, পুরো মিটিং লাইভ স্ট্রিমিং করতে হবে, পাঁচ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে, উপস্থিত থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই শর্ত দেওয়ার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানান, শর্ত দিয়ে কখনও খোলা মনে আলোচনা সম্ভব নয়। অর্থাৎ শর্ত যে মানা হচ্ছে না, তা একরকম স্পষ্ট করে দিয়েছিল নবান্ন।
আজ, বৃহস্পতিবার ফের আন্দোলনকারীদের চিঠি দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে বলা হয়েছে, ১৫ জন প্রতিনিধিই উপস্থিত থাকতে পারবেন বৈঠকে। লাইভ স্ট্রিমিং-এর অনুমতিও দিচ্ছে না নবান্ন। তবে স্বচ্ছতা বজায় রাখতে পুরো আলোচনার ভিডিয়ো রেকর্ড করা যাবে বলে উল্লেখ করেছেন মুখ্যসচিব। একই সঙ্গে চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বৈঠকে।
আন্দোলনকারীরা ওই চিঠিতে সাড়া দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আন্দোলনকারী চিকিৎসক বলেন, “বৈঠকে খোলা মনে আলোচনার কোনও ইঙ্গিত নেই। যদি থাকত, তাহলে লাইভ স্ট্রিমিংটা উনি মেনে নিতেন।” চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “কেন ৩০ জনকে অনুমোদন দেওয়া হচ্ছে না, তা স্পষ্ট নয়। রেকর্ড করার কথা বলা হল কেন? পরে কি এডিটেড ভার্সান দেওয়া হবে?”