কলকাতা: বিধানসভায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) আসার দিন বদল হল। এবার থেকে আর সপ্তাহের শেষ দিন নয়, একেবারে প্রথম দিনই বিধানসভায় (Bidhan sabha) আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদল অধিবেশনের শুরুতেই বিধানসভার তরফে বুলেটিন দিয়ে একথা জানানো হয়েছে। যদিও কেন এই দিন বদল, সে ব্যাপারে বিধানসভার তরফে কিছু জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই এই বদল হয়েছে বলে সূত্রের খবর।
বিধানসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় আসার জন্য সাধারণত সপ্তাহের একটি দিন নির্ধারিত রয়েছে। সেটি হল, শুক্রবার। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিধানসভায় আসার জন্য শুক্রবার নির্ধারিত ছিল। এছাড়া প্রয়োজন অনুসারে বিভিন্ন অধিবেশনে এবং বিভিন্ন সময়ে বিধানসভায় উপস্থিত থাকতেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এবার থেকে বিশেষ প্রয়োজন ছাড়া নির্ধারিত দিন হিসাবে আর শুক্রবার নয়, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, ২৪ জুলাই, সোমবার থেকে বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে। নির্ধারিত সূচি মেনে অধিবেশন শুরুর আগে সকাল ১১টায় শুরু হয় সর্বদলীয় বৈঠক। যদিও ওই বৈঠকে বিজেপি ও আইএসএফ-এর তরফে কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না। বিরোধী দলকে যোগ্য সম্মান দেওয়া হয়নি অভিযোগ তুলেই সর্বদলীয় বৈঠক বয়কট করেন বিরোধীরা। যদিও তার জন্য অধিবেশন থেমে থাকেনি। বৈঠকের পর দুপুর ১২টায় বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়। পাঠ করা হয় শোকপ্রস্তাব। তারপরই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার নির্ধারিত সময় মেনে অধিবেশন শুরু হবে এবং মণিপুর প্রসঙ্গ উঠতে পারে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু করা নিয়েও জটিলতা শুরু হয়েছিল। তারপর একুশে জুলাইয়ের সভা শেষে পরিষদ বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ফোন করে দীর্ঘক্ষণ রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের সঙ্গে কথা বলেন। সেই বাক্যালাপের পরই রাজ্যপাল ২৪ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু করার অনুমতি দেন বলে সূত্রের খবর।