একাধিক জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগে মমতা, পাশে দাঁড়ানোর নির্দেশ মন্ত্রীদের

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 02, 2021 | 7:50 PM

Mamata Banerjee: প্রতিনিয়ত পরিস্থিতি দেখাশোনার পাশাপাশি তদারকিও যাতে ভালভাবে হয়, সেই নির্দেশও মন্ত্রিসভার বৈঠকে দিয়েছেন তিনি।

একাধিক জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগে মমতা, পাশে দাঁড়ানোর নির্দেশ মন্ত্রীদের
ছবি-ফেসবুক

Follow Us

কলকাতা: পড়শি রাজ্য অতিবৃষ্টির জেরে নাগাড়ে জল ছাড়ছে ডিভিসি। যার ফলে বাংলার একাধিক জেলা জলমগ্ন। গোটা পরিস্থিতি নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নিজের নিজের অঞ্চলে মন্ত্রীদের কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মমতা। প্রতিনিয়ত পরিস্থিতি দেখাশোনার পাশাপাশি তদারকিও যাতে ভালভাবে হয়, সেই নির্দেশও মন্ত্রিসভার বৈঠকে দিয়েছেন তিনি।

সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সরকারি সাহায্য যাতে সবার কাছে পৌঁছয়, তা মন্ত্রীদেরকেই নিশ্চিত করতে হবে। বন্যায় ভিটে হারা মানুষদের জন্য ত্রাণ ওষুধ-সহ যাবতীয় প্রয়োজনীয় সরকারি সাহায্য পৌঁছে দিতে হবে। জলের দাপটে যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাময়িকভাবে তাঁদের থাকার ব্যবস্থাও করতে হবে মন্ত্রীদেরই। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার আগেই অবশ্য সোমবার ঘাটালে পৌঁছে গিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রও ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন সেখানে।

অন্যদিকে, সোমবার নবান্নে সিদ্ধান্ত নেওয়া হয়, বন্যা পরিস্থিতির জেরে যে ক’জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রাজ্যে মোট চলা ত্রাণশিবিরের সংখ্যা ৩০৫। মোট ১৮ হাজার ৮৩৩ জন মানুষ সেখানে রয়েছেন। বিপজ্জনক এলাকা থেকে অন্যত্র সরানো হয়েছে প্রায় ৪০ হাজার মানুষকে। আরও পড়ুন: নিউটাউন কাণ্ড: প্রথমে শাড়ি, তারপর চুড়িদার, শেষে ‘বোল্ড’! ‘টাকা’ ঠিক করা হত শরীর দেখে

Next Article