Mamata Banerjee-Swapan Banerjee: দিদির প্রতি ‘অভিমান’, বড় কথা বলে ফেললেন মমতার ভাই
Mamata Banerjee-Swapan Banerjee: রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তবে সেই তালিকায় নাম ছিল না স্বপন বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গেই বলতে গিয়ে তিনি বলেন, "রাজনীতিতে অনেক কিছুই হয়। আশ্বাস তো বহুদিন আগেই দেওয়া হয়েছিল। ২০১৯ সালে দিয়েছিল। ২০২১ সালেও আশ্বাস দিয়েছিল। এই বছরও আশ্বাসের জায়গা তৈরি হয়েছিল।"
কলকাতা: অভিমানী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন)। আসন্ন লোকসভা ভোটের টিকিট না মেলায় ‘মর্মাহত’ বাবুন। তাঁর অভিযোগ, এর আগেও তাঁকে নির্বাচনে লড়ার টিকিট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দল তা পূরণ করেননি। তবে কি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন বাবুন? এর উত্তরও স্পষ্ট জানালেন তিনি।
রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তবে সেই তালিকায় নাম ছিল না স্বপন বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গেই বলতে গিয়ে তিনি বলেন, “রাজনীতিতে অনেক কিছুই হয়। আশ্বাস তো বহুদিন আগেই দেওয়া হয়েছিল। ২০১৯ সালে দিয়েছিল। ২০২১ সালেও আশ্বাস দিয়েছিল। এই বছরও আশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। কী বলব আর…” যদিও, তিনি জানিয়েছেন টিকিট না মেলায় খারাপ লাগেনি তাঁর। তবে ভগবানের উপর আস্থা রেখেছেন তিনি। বলেছেন, “আমি ভগবানের উপর বিশ্বাসী। আমি জানি সময় এলে সব ফিরে পাব।”
যাঁরা টিকিট পেয়েছেন তাঁদের নিয়ে যদিও সেই অর্থে কোনও মন্তব্য করতে চাননি বাবুন। কিন্তু একাংশ তৃণমূল নেতাদের খোঁচা দিতেও ছাড়েননি তিনি। বলেন, “দিদির যারা ক্ষতি করছে, দিদির উচিৎ তাঁদের দেখা। সব দলেই কেউ না কেউ কারও ক্ষতি করার চেষ্টা করে। যাঁরা দিদির কান ভাঙায় বেশি, তারা দিদির হয়ে এত বেশি প্রচারও করে না। তাদের মধ্যে অনেকে টিকিটও পেয়েছে।” এমনকী তিনি এও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শুধু টিকিট গেলে তিনি মেনে নিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লিস্ট গেছে ঠিকই। তবে কিছু কিছু লোক হয়তো সেটাকে মান্যতা দেয়নি। আমার তো মনে হয় তাতে খামতি আছে।
তাহলে কি বিজেপি-তে যাচ্ছেন মমতার ভাই? পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন, তিনি বিজেপি-তে যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আছেন থাকবেন।