কয়লাকাণ্ডে বড় খবর! বিনয় মিশ্রর ভাইকে গ্রেফতার ইডির

সায়নী জোয়ারদার | Edited By: arunava roy

Mar 16, 2021 | 6:05 PM

এর আগে কলকাতায় বেশ কয়েকবার বিকাশকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)।

কয়লাকাণ্ডে বড় খবর! বিনয় মিশ্রর ভাইকে গ্রেফতার ইডির
ফাইল ছবি

Follow Us

কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Scam) বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করল ইডি। মঙ্গলবার দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কলকাতায় বেশ কয়েকবার বিকাশকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁর জবাবে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তদন্তকারীরা। এরইমধ্যে এ দিন দুপুরে দিল্লিতে এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার তাঁকে গ্রেফতার করা হয়। ৬ দিনের জন্য বিকাশকে ইডির হেফাজতে নেওয়া হয়েছে।

কয়লাকাণ্ডে সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। রাজ্য তোলপাড় করে চলছে তল্লাশি। কয়লাকাণ্ডের মূল চাঁই অনুপ মাজি ওরফে লালাকে নাগালে না পেলেও তদন্তে নেমে একাধিক নাম হাতে উঠে আসে তদন্তকারীদের। এরমধ্যে রয়েছেন তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম। যদিও এই বিনয় এখন পলাতক। তাঁর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি হয়েছে। রেড কর্নার ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: ‘কে চালাচ্ছে কমিশন? আপনি চালাচ্ছেন না তো অমিত শাহ বাবু?’

তবে বিনয়কে নাগালে না পেলেও ইতিমধ্যেই একাধিকবার তাঁর ভাই বিকাশকে জেরা করেছে সিবিআই। তাঁকে জেরার পর পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা ও অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠানো হয়। এরইমধ্যে গত মাসেই বিনয়ের দিল্লির বাড়িতে হানা দেয় ইডির একটি দল। সিআরপিএফকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় তারা। তখনই বোঝা গিয়েছিল, বড়সড় কোনও পদক্ষেপ করতে চলেছে তারা। মঙ্গলবারই গ্রেফতার করা হল বিকাশকে।

লালার কয়লা পাচারের টাকা মূলত বিনয় মিশ্রর হাত ধরে প্রভাবশালীদের হাতে পৌঁছত। আর সেই টাকা লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন বিনয়ের ভাই বিকাশ। ইডি বিকাশকে হেফাজতে নিয়ে এই অর্থ লেনদেন সংক্রান্ত আরও তথ্য নিজেদের মুঠোয় আনতে চাইছে। বিকাশের গ্রেফতারি কয়লাকাণ্ডে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Next Article