কলকাতা: কয়লাপাচার কাণ্ডে তৎপর হয়েছে সিবিআই। ভাবনীপুর, আসানসোল, কুলটি সহ একযোগে চলছে তল্লাশি। এর মধ্যে আসানসোলে কালু নামের এক ব্যক্তি, দুর্গাপুরে সৌরভ কুমার এবং কলকাতায় এক সিআইএসএফ কর্মী শ্যামল সিংহের বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, কয়লাপাচার মামলার তদন্তে আগেই র্যাডারে ছিলেন এই সকল ব্যক্তিরা। এরপর আসানসোল সিবিআই বিশেষ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই এদের বিরুদ্ধে তল্লাশি চলছে। মূলত দেখা হচ্ছে লালার সঙ্গে এদের কী ঘনিষ্ঠতা ছিল। আর্থিকভাবে এরা কীভাবে লাভবান হয়েছিলেন। কবে থেকে চলত এই ব্যবসা সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। অভিযোগ, আসানসোল চত্বর জুড়েই লালা তাঁর সিন্ডিকেট চালাতেন। তাই তাঁর সঙ্গে এদের যোগ থাকতে পারে বলেই অনুমান করা হয়েছে।
অপরদিকে, আজ ভবানীপুরের একটি বিরাটবহুল আবাসনে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানাতে পারা গিয়েছে, সিআইএসএফ-এর প্রাক্তন এক কর্মী শ্যামল সিংহ এই আবাসনে থাকেন। সকাল এগারোটা পর্যন্ত তারা তল্লাশি চালান। ইনিও লালা ঘনিষ্ঠ বলে জানতে পারা গিয়েছে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা ভবানীপুর থানায় রয়েছেন। সেখান থেকে লালা ঘনিষ্ঠদের ঠিকানা খোঁজার চেষ্টা করছেন।