কলকাতা: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস। তাতেই আটকে পড়েন প্রায় ৪০ জন শ্রমিক। সেই তালিকায় বাংলার ৩ জন শ্রমিক রয়েছেন বলে এক্স হ্যান্ডেলে লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাতে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘আমি উত্তরাখণ্ড সরকারের সঙ্গে উদ্ধারকাজ নিয়ে কথা বলেছি। আমি জেনেছি সেনা ও এনডিআরএফ দিন রাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি উদ্ধারকাজ সম্পন্ন হবে।’
গত রবিবার রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের মুখে ধস নামে। প্রায় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা আটকে পড়েন। সোমবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ। তবে এখনও অবধি কারও খোঁজ মেলেনি বলেই খবর।
I spoke with the Uttarakhand Government Authorities regarding the rescue operation of the 40 workers including 3 from West Bengal, who got trapped following the collapse of an under-construction tunnel in Uttarkashi on the Yamunotri National Highway.
I have been informed that… pic.twitter.com/yaTYMroRDr
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 13, 2023
তবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, আটকে থাকা শ্রমিকদের পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বিরোধী দলনেতা বলেন, আটকে থাকা শ্রমিকদের খোঁজ পাওয়া গিয়েছে। খাদ্য, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলেই জানানো হয়েছে। তালিকায় আছেন বাংলার জয়দেব প্রামাণিক, মণির তালুকদার ও সৌভিক পাখিরা।