Jyotipriya Mallick: বালু জেলে; মতুয়াগড়ের দায়িত্বে বিশ্বজিৎ দাস, হাজি নুরুল বসিরহাটে

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Nov 14, 2023 | 6:18 AM

North 24 Parganas: মতুয়াগড় জেলার বনগাঁ। যে বিশ্বজিৎ দাস এক সময় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ স্থানীয় নেতাদের উপর রাগ করে বিজেপি চলে যান বলে অভিযোগ উঠেছিল। বিধানসভা ভোটে জিতে যিনি আবার ফিরে আসেন তৃণমূলে। সেই বিশ্বজিৎ দাসকে এবার বনগাঁ মতুয়াগড়ের দায়িত্ব দেওয়া হল। কারণ, গত পঞ্চায়েত ভোটে শান্তনু ঠাকুরের বুথে শান্তনু ঠাকুর হেরেছেন। দল মনে করে তার কৃতিত্ব বিশ্বজিৎ দাসের।

Jyotipriya Mallick: বালু জেলে; মতুয়াগড়ের দায়িত্বে বিশ্বজিৎ দাস, হাজি নুরুল বসিরহাটে
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: জেলার দাপুটে নেতা জেলে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির আবহেই উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলায় সভাপতি আর চেয়ারম্যানের পদে অদল বদল করা হল। চেয়ারম্যান হলেন সভাপতি। সভাপতি হলেন চেয়ারম্যান। বসিরহাট সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেই এলাকায় এবার সভাপতি হাজি নুরুল ইসলাম। অন্যদিকে চেয়ারম্যান পদে বসলেন সরোজ বন্দ্যোপাধ্যায়। বারাসত জেলায়ও চেয়ারম্যান পদে বদল করা হয়েছে। এলেন রত্না বিশ্বাস। আগে এই পদে ছিলেন তপতী দত্ত।

লোকসভা নির্বাচনের যুদ্ধে নামার আগে ঘর গুছিয়ে নিল তৃণমূল কংগ্রেস। খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ করল সোমবার দুপুরে। বেশ কয়েকটি জেলার রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে উত্তর ২৪ পরগনাও নিঃসন্দেহে রয়েছে।

মতুয়াগড় জেলার বনগাঁ। যে বিশ্বজিৎ দাস এক সময় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ স্থানীয় নেতাদের উপর রাগ করে বিজেপি চলে যান বলে অভিযোগ উঠেছিল। বিধানসভা ভোটে জিতে যিনি আবার ফিরে আসেন তৃণমূলে। সেই বিশ্বজিৎ দাসকে এবার বনগাঁ মতুয়াগড়ের দায়িত্ব দেওয়া হল। কারণ, গত পঞ্চায়েত ভোটে শান্তনু ঠাকুরের বুথে শান্তনু ঠাকুর হেরেছেন। দল মনে করে তার কৃতিত্ব বিশ্বজিৎ দাসের। বলাই বাহুল্য, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কর্মসূচিও আগামিদিনে ঘোষিত হতে চলেছে। তার আগে জেলা সংগঠন ও অন্যান্য শাখা সংগঠনেও বদলের সম্ভাবনা রয়েছে। ‘মাদার’ পার্টি থেকেই শুরু হল রদবদল।

Next Article
Uttarkashi Tunnel Collapsed: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিকও, উদ্ধারকাজ নিয়ে খোঁজ নিলেন শুভেন্দু
Body recover: একা বাড়িতে পচে গলে শেষ বৃদ্ধা, চারদিন পর খবর পেল পুলিশ