Body recover: একা বাড়িতে পচে গলে শেষ বৃদ্ধা, চারদিন পর খবর পেল পুলিশ

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Nov 14, 2023 | 6:41 AM

Kolkata: Kolkata: স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধার কোনও সন্তান নেই। স্বামীও দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন। বাড়িতে একাই থাকতেন তিনি। ৪-৫ দিন আগে তাঁকে শেষবারের মতো দেখেছিলেন পড়শিরা। এরপর কালীপুজোর রাত থেকে কেমন একটা দুর্গন্ধ পাচ্ছিলেন পড়শিরা।

Body recover: একা বাড়িতে পচে গলে শেষ বৃদ্ধা, চারদিন পর  খবর পেল পুলিশ
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: একাকি বৃদ্ধা। কখন যে ঘরে মরে পড়ে আছেন, জানতেই পারেনি পড়শিরা। মৃতদেহ উদ্ধারের সময় পুলিশের অনুমান, এ দেহ চারদিনের পুরনো। মুরারিপুকুরে একটি বাড়ি থেকে পচা দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ভগবতী দাস।

স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধার কোনও সন্তান নেই। স্বামীও দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন। বাড়িতে একাই থাকতেন তিনি। ৪-৫ দিন আগে তাঁকে শেষবারের মতো দেখেছিলেন পড়শিরা। এরপর কালীপুজোর রাত থেকে কেমন একটা দুর্গন্ধ পাচ্ছিলেন পড়শিরা। পচা গন্ধ বেরোতে শুরু করে ওই বাড়ি থেকে। তারপরই সোমবার দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেকদিন ধরেই বাড়িতে একা থাকেন ভগবতীদেবী। স্বামী মারা যাওয়ার পর একেবারেই একা। দেখভালের কেউ নেই। এমন ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও কলকাতায় এমন ঘটনা ঘটেছে। বয়সের ভারে ন্যুব্জ, উঁকি মেরে খোঁজটুকু নেওয়ার নেই কেউ। শরীরে কখন যে কী সমস্যা হচ্ছে, তা বলারও জায়গা নেই। সবসময়ই এক অসহায়তা গ্রাস করে থাকে। এভাবেই শেষ হয়ে যায় একটা প্রাণ।

Next Article
Jyotipriya Mallick: বালু জেলে; মতুয়াগড়ের দায়িত্বে বিশ্বজিৎ দাস, হাজি নুরুল বসিরহাটে
Joynagar TMC Leader Murder: বাচ্চাকে পরাব জামাটুকু নেই, আমাদের আর কিচ্ছু নেই… কাঁদছে দলুয়াখাঁকি