কলকাতা: দেশজুড়ে আপাতত প্রায় ৪০০টি সেমি-হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। একাধিক রাজ্যে পরপর চালু হচ্ছে বন্দে ভারত। এখনও শিকে ছেড়েনি ওড়িশার ভাগ্যে। তবে শীঘ্রই হতে চলেছে অপেক্ষার অবসান। রেল সূত্রে পাওয়া শেষ খবরে জানতে পারা যাচ্ছে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah-Puri Vande Bharat Express)। খাতায় কলমে এই ট্রেনের পরিচালনার ভার খড়্গপুর ডিভিশনের হাতে থাকলেও তার উদ্বোধন ওড়িশা রাজ্যের পুরী থেকেই করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক (Indian Railway Department)।
তবে ১৫ তারিখ উদ্বোধন হলেও কবে থেকে এই ট্রেনের দরজা সাধারণের জন্য খুলে যাবে সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই এই সংরক্ষণ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। সর্বসাধারণের জন্য ট্রেনের দরজা খুলে যেতে পারে ১৬ মে। প্রসঙ্গত, হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হাওড়া-পুরী শতাব্দী। ওই ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। সেখানে এই নয়া বন্দে ভারত এক্সপ্রেসে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে বলে জানা যাচ্ছে। মোটের উপর ট্রেনটির গড় গতি থাকতে পারে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, হাওড়া-পুরী বন্দে ভারত দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে। ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার। পাশাপাশি ২টি এক্সিকিউটিভ চেয়ারকার।
কয়েকদিন আগেই ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। ২৮ এপ্রিল ট্রেনটি হাওড়া আসার পর ট্রায়াল রানের অনুমতি পেয়ে যায়। ট্রেনটি সেই সময় হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় সকাল ৬টা ২০ মিনিটে। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ সেটি পুরী পৌঁছে যায়। সেখান থেকে ফের ১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে হাওড়া চলে আসে। অনেকেই এই ছবি দেখে বলছেন এবার তো কেউ চাইলে দিনের দিন পুরী গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে, পুজো দিয়ে ফের বাংলায় ফিরে যেতে পারবেন।