AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro Crisis: ‘রক্তহীন’ কলকাতা মেট্রো? পুজোয় চাপ সামলাতে পারবে তো?

Kolkata Metro Crisis: কর্মী নিয়োগ দীর্ঘদিন ধরেই বন্ধ। ওয়াকিবহাল মহলের মতে, সে কারণেই বদলি নীতির পথে হাঁটতে হচ্ছে মেট্রোকে। কিন্তু যেখান থেকে বদলি করছে, সেখানে সামাল দেওয়া হবে কীভাবে? ইউনিয়নের লোকজনরা কিন্তু বলছেন পরিস্থিতি ভয়াবহ।

Kolkata Metro Crisis: ‘রক্তহীন’ কলকাতা মেট্রো? পুজোয় চাপ সামলাতে পারবে তো?
চাপানউতোর চলছেই Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 8:37 AM
Share

পুরোদমে শুরু হয়ে গিয়েছে পরিষেবা। হাওড়া থেকে সোজা এবার মাত্র আধ ঘণ্টাতেই আসা যাচ্ছে সেক্টর ফাইভ। শিয়ালদহ তো মাত্র ১১ মিনিটে। ভিড়ও হচ্ছে দেদার। মেট্রোর হিসাব বলছে গত শুক্রবার উদ্বোধনের পর প্রথম দিনেই প্রায় ৩৫ লাখ টাকা পকেটে ঢুকেছে কলকাতা মেট্রোর। অন্যদিকে বিমানবন্দর পর্যন্তও নতুন পরিষেবা চালু হয়েছে। পাশাপাশি রুবি থেকে জুড়ে গিয়েছে বেলেঘাটা। সামেনে আবার পুজো। মেরেকেটে আর একমাসও বাকি নেই। ফলে পুজোর মার্কেটিংয়ে বাস, অটোর ভিড়, ঠেলাঠেলির ছবিটা এবার যেন কিছুটা বদলাতে শুরু করেছে মেট্রোর উপহারে। কিন্তু, জানেন এখানেও কিন্তু নতুন চিন্তা দানা বাঁধতে শুরু করেছে, সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন মেট্রোর কর্মীরা।  টানাপোড়েন শুরু দীর্ঘদিন থেকে বন্ধ নিয়োগ। পরিষেবা সামাল দিতে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন