Dengue in kolkata: ‘খেলা-মেলা অনেক হয়েছে, মেয়র এবার ঘুম থেকে উঠুন’, পুরনিগমের সামনে তুমুল বিক্ষোভ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 13, 2022 | 3:51 PM

KMC: কলকাতা শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। মৃত্যুও হয়েছে অনেকের। মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাল কংগ্রেস।

Dengue in kolkata: খেলা-মেলা অনেক হয়েছে, মেয়র এবার ঘুম থেকে উঠুন, পুরনিগমের সামনে তুমুল বিক্ষোভ
পুরনিগমের সামনে বিক্ষোভ

Follow Us

কলকাতা : করোনা পরিস্থিতি সামাল দেওয়া গেলেও কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। গত কয়েক বছরের মধ্যে এবার ডেঙ্গির বাড়াবাড়ন্ত চোখে পড়ার মতো। কলকাতা শহরেই ডেঙ্গিতে মৃত্যু হয়েছে অনেকের। কিন্তু তারপরও পুরনিগমের তেমন তৎপরতা নেই। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পুরনিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস কর্মী, সমর্থকেরা। এ দিন কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তাল হয় পুরনিগম চত্বর। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা।

এ দিন মশারি নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তাঁরা। মেয়র ফিরহাদ হাকিমের কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন। তিনি জানান, মেয়রের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁরা, কিন্তু মেয়র দেখা করেননি। তাঁর দাবি, ইডি, সিবিআই-এর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মেয়র। তিনি আরও জানান, এ দিন শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা, কিন্তু পুলিশ তাঁদের বাধা দিলে ব্যারিকেড ভাঙতে বাধ্য হন।

কংগ্রেস নেতা মেয়রকে কটাক্ষ করে বলেন, ‘খেলা-মেলা, পুজোর উদ্বোধন- এসব অনেক হল। এবার ঘুম থেক উঠুন। মানুষের তরফ থেকে হাতজোড় করে একটাই অনুরোধ, এবার ব্যবস্থা নিন।’

পুজোর আগে থেকেই ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছিল রাজ্যে। আর উৎসব শেষ হতে জমে থাকা আবর্জনায় ডেঙ্গির লার্ভা তৈরি হওয়ার প্রবণতা বাড়ে আরও। এই পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছেন স্বাস্থ্য কর্তারা। রাজ্যের সরকারি হাসপাতালে এখনও কয়েকশ আক্রান্ত চিকিৎসাধীন। বিধিনিষেধ ও নজরদারি বাড়ানো হলেও খুব একটা লাভ হয়নি।

পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছিল উৎসবের মরশুমে। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এ ভাবে কড়া ব্যবস্থা নেওয়া হলেও সংক্রমণ আটকানো যায়নি।

Next Article