Kaustav Bagchi: মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত ন্যাড়া থাকব: কৌস্তভ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 04, 2023 | 10:21 PM

ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন কৌস্তভ বাগচি। আদালত থেকে বেরিয়েই অভিনব প্রতিবাদ কংগ্রেস নেতার।

Kaustav Bagchi: মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত ন্যাড়া থাকব: কৌস্তভ
মাথা কামালেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি।

Follow Us

কলকাতা: আদালতের কাছে ধাক্কা খেল পুলিশ। ব্যক্তিগত ১ হাজার টাকা বন্ডে অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। আর জামিন হওয়ার পরই পূর্ব প্রতিশ্রুতি মতো মাথার চুল কামিয়ে ফেললেন তিনি। এরাজ্যের শাসক স্বৈরাচারী আখ্যা দিয়ে গ্রেফতারির প্রতিবাদেই মাথা কামিয়ে ফেললেন কৌস্তভ বাগচি। যতদিন না রাজ্য থেকে তৃণমূল সরকার উৎখাত হয়, ততদিন তিনি মাথায় চুল গজাতে দেবেন না বলেও জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র।

শুক্রবার রাতে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন রাজ্য কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি। গ্রেফতার হওয়ার সময়ই এরাজ্যের শাসককে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, জামিনে মুক্ত হয়েই গ্রেফতারির প্রতিবাদে মাথা কামাবেন। তিনি আরও বলেন, “যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য থেকে উৎখাত হয়, ততদিন মাথায় চুল গজাতে দেব না।” এদিন বিকালে জামিনে মুক্ত হয়ে আদালত থেকে বেরোনোর পর সেই প্রতিশ্রুতিই রাখলেন আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়েই আদালত থেকে কিছুটা দূরে এক নাপিতের কাছে বসে মাথা কামালেন তিনি। কংগ্রেস নেতার মাথা কামানোর ছবি ইতিমধ্যে TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। মাথা কামানোর পর কৌস্তভ বাগচি পুনরায় চিৎকার করে বলেন, “যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য থেকে উৎখাত হয়, ততদিন মাথায় চুল গজাতে দেব না।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগেই গ্রেফতার হন রাজ্য কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি। শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পুলিশ। এরপর এদিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। কৌস্তভের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি মাঝরাতে কৌস্তভ বাগচির গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর জামিনের আবেদন জানান। যদিও পাল্টা বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। দু-পক্ষের দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে ব্যক্তিগত ১ হাজার টাকা বন্ডে কৌস্তভের জামিন মঞ্জুর করেন বিচারক।

Next Article