কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতার দাবি ও ব্যালটে ভোটের দাবিতে প্রতিবাদে নামল কংগ্রেস। তাদের দাবি, দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্যানেলের বিষয়ে লোকসভা ও রাজ্যসভায় ধ্বনিভোটে বিল পাস করিয়েছে বিজেপি। তার প্রতিবাদে সোমবার আলিপুর গোপালনগরে সার্ভে বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রর্দশন ও ডেপুটেশন দেওয়া হয় এদিন।
কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “আমরা আজ ব্যালট বক্স মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আছে। যেভাবে প্রভাবিত করা হচ্ছে আমরা দেখছি। রাহুল গান্ধী তো আগেই বলেছিলেন এই কেন্দ্রীয় সরকারের আমলে রেগুলেটরি যে বডিগুলি আছে তার গৈরিকীকরণ হবে। ব্যালট বক্সে ভোট ফেরানোর দাবি তুলছি তাই আমরা। ইভিএম আমরা দেখছি কী জালিয়াতি চলছে। আগেও বলেছি, এখনও বলছি সরকারি সংস্থাগুলির ভিতরে যেভাবে প্রভাব খাটানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়বে। গোটা বাংলা, গোটা দেশজুড়ে এই বিক্ষোভ হবে।”
এদিন কংগ্রেস নেতারা মাথায় কাগজের তৈরি ব্যালট বাক্স নিয়ে সার্ভে বিল্ডিংয়ের সামনে হাজির হন। তাঁদের বক্তব্য, ইভিএমকে কাজে লাগিয়ে ভোটের সময় ‘খেলা’ হচ্ছে। লোকসভা ভোটের আগে তাই কংগ্রেসের দাবি, পুরনো নিয়মেই ভোট হোক। বৈদ্যুতিন যন্ত্র নয়, তারা ব্যালট পেপারেই ভোট চায়।