Firhad Hakim: মাঝেরহাট ব্রিজের ওপর লরি দাঁড় করালেন খোদ ফিরহাদ! মেয়রকে ওই ভূমিকায় দেখে চমকে গেল পুলিশও

Souvik Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 18, 2023 | 3:22 PM

Firhad Hakim: উল্লেখ্য, এর আগেও মেয়রকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে। যদিও তাঁর মন্তব্যের প্রেক্ষিতে দলের সতর্কবাণীও মেলে বলে সূত্রের খবর। তারপর ফিরহাদকে বলতেও শোনা যায়, 'কন্ঠ আমার রুদ্ধ আজি...'

Firhad Hakim: মাঝেরহাট ব্রিজের ওপর লরি দাঁড় করালেন খোদ ফিরহাদ! মেয়রকে ওই ভূমিকায় দেখে চমকে গেল পুলিশও
রাবিশ বোঝাই লরি দাঁড় করালেন মেয়র
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মাঝেরহাট ব্রিজের ওপর রাবিস বোঝাই লরি হাতেনাতে ধরলেন খোদ মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অবৈধভাবে পুকুর ভরাট করার জন্য লরিটি রাবিস নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। জোকায় ১৬ নম্বর বরোয় বৈঠক করতে যাওয়ার পথেই বিষয়টি দেখতে পান মেয়র ফিরহাদ হাকিম। তিনি লরিটিকে হাতেনাতে ধরেন। পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন। কর্তব্যরত এক পুলিশ কর্মীকেই প্রশ্ন করেন, “কীভাবে পুলিশের নজর এড়িয়ে গেল এই লরি?” তাঁর বক্তব্য, যেখানে তিনি নিজেই খালি চোখে দেখে বুঝতে পারছেন, এই মাটি অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পুলিশ বুঝল না?

মেয়র বললেন, “মাঝেরহাট ব্রিজের ওপর আমি একটা লরি দেখলাম। আটকালাম। রাবিশ নিয়ে যাচ্ছিল। সাউথের দিকে ঢুকছিল লরিটি। তারপর আরও চার-পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকেই যাচ্ছে। নম্বরগুলো লিখে রেখেছি। এই তথ্যগুলো আমার কাছে আছে, পুলিশ কমিশনারকে দেব।”

তিনি বলেন, “এইভাবে আমাদের একা যদি পরিবেশের জন্য লড়তে হয়, তাহলে কীভাবে হয়? আমি পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব, মাঝেরহাট ব্রিজ থেকে সাউথের রাস্তায় নজরদারি আরও কড়া করতে। এই অঞ্চলে জলাশয় বোঝাইয়ের যে পুরনো রোগ, তা পুলিশ ছাড়া আটকানো যাবে না। আমরা C&D প্ল্যান্ট বসিয়েছি। যদি কেউ বাড়ি ভাঙে, সেই রাবিশ C&D প্ল্যান্টে যাবে। তা না হয়ে পাচার হয়ে যাচ্ছে।” গাড়িগুলো সব ১৫ বছরের পুরনো লরি, তার মধ্যে অনেকগুলোর নম্বর প্লেটও নেই বলে জানিয়েছেন মেয়র। উল্লেখ্য, এর আগেও মেয়রকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে। যদিও তাঁর মন্তব্যের প্রেক্ষিতে দলের সতর্কবাণীও মেলে বলে সূত্রের খবর। তারপর ফিরহাদকে বলতেও শোনা যায়, ‘কন্ঠ আমার রুদ্ধ আজি…’

Next Article