Kunal on Shahjahan: ‘এত বড় পৃথিবীতে কোথায় আছেন খুঁজে পাওয়া কী সহজ!’ এবার শাহজাহান নিয়ে মুখ খুললেন কুণাল

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Jan 30, 2024 | 11:16 PM

Kunal on Shahjahan: তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, “শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে সেদিন শেখ শাহজাহান ছিল কিনা আমার জানা নেই। যতক্ষণ না তদন্তে কিছু ফয়সালা হচ্ছে আমি বলতে পারি না এর পিছনে কে আছেন।”

Kunal on Shahjahan: ‘এত বড় পৃথিবীতে কোথায় আছেন খুঁজে পাওয়া কী সহজ!’ এবার শাহজাহান নিয়ে মুখ খুললেন কুণাল
বাড়ছে বিতর্ক
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজছে পুলিশ। ইডি লুক আউট নোটিস দিয়েছে। এদিকে শাহজাহান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। আবার তা মুছে ফেলছেন। সই করে আদালতে আগাম জামিনের আবেদন জমা দিচ্ছেন। কিন্তু, পুলিশ নাকি তাঁকে খুঁজে পাচ্ছে না। শাহজাহান নিয়ে কদিন আগেই সরব হতে দেখা গিয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমকে। সাফ বলেছেন, “শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে।” তবে অন্য সুর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। তিনি আবার এদিন বললেন, “এত বড় পৃথিবী। কোথায় একজন আছেন খুঁজে পাওয়া কী এত সহজ ব্যাপার! পুলিশ খোঁজার চেষ্টা করছে। কোনও ব্যক্তি যদি আত্মগোপন করে থাকেন, তাহলে যেমন সিপিআইএম নিরুপম সেন দের খুঁজে পাননি। পরে দেখা গেল তারা মন্ত্রী হয়ে গিয়েছেন। খুঁজে পাওয়া টা একটা কঠিন ব্যাপার।” তাঁর এ মন্তব্য নিয়ে নতুন করে চাপানউতর শুরু হয়েছে। কিন্তু, বিরোধীদের মুখে যদিও লিউকোপ্লাস্ট লাগানো যায়নি। বিজেপি নেতা দিলীপ ঘোষ তো স্পষ্টই বলছেন, “ওকে যাদের ধরে দেওয়ার কথা ওরাই ওকে লুকিয়ে রেখেছে।” সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য তো বলছেন, পুরো সেটিং। একই সুর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যের গলাতেও। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলছেন, “ঠিক জায়গা থেকে নির্দেশ আসছে না। সে কারণে ও ধরা পড়ছে না।” 

এদিকে শাহজাহান নিয়ে কিন্তু মুখ খুলতে চাননি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “বিষয়টা তদন্তের আওতায় আছে। আমি এ নিয়ে কিছু বলব না।” কিন্তু, তারই মন্ত্রিসভার অখিল গিরি কিন্তু মুখ ফসকে বলেই ফেলেছিলেন, “শাহজাহান তাঁর চিকিৎসার জন্য বাইরে গিয়েছে। পশ্চিমবঙ্গে নেই। সূত্রের খবর, তাঁর এ মন্তব্যের জন্য আবার সুব্রত বক্সির কাছে বকা খেতেও হয়েছিল।” 

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছেন, “শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে সেদিন শেখ শাহজাহান ছিল কিনা আমার জানা নেই। যতক্ষণ না তদন্তে কিছু ফয়সালা হচ্ছে আমি বলতে পারি না এর পিছনে কে আছেন।” একদিন আগে এক কথা বলেছিলেন অভিষেক। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রবীন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, “স্বাধীনতা সংগ্রামীদেরও পুলিশ খুঁজে পেত না।” নবীন মন্ত্রী পার্থ ভৌমিক শাহজাহানকে ডাকলেন ‘ভদ্রলোক’ বলে। এমনকী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, “শাহজাহানের কী কোর্টে যাওয়ার অধিকার নেই?” কিন্তু, কোথায় এই শাহজাহান? উত্তর কী তবে থেকেও নেই? উঠছে প্রশ্ন। 

Next Article