দেশে হু হু করে বাড়ছে করোনা, কসবায় শিক্ষিকার সংক্রমণ, বন্ধ হল স্কুল

সৌরভ পাল

|

Updated on: Mar 16, 2021 | 4:06 PM

কসবায় করোনা (Corona) সংক্রমণের ভয়ে বন্ধ হল স্কুল।

করোনার (Corona) সংক্রমণে নাজেহাল দেশ। বাড়ছে মৃতের সংখ্যা। রাজ্যেও বাড়ছে সংক্রমণ। ভোট বাংলায় করোনার চোখ রাঙানি খাস কলকাতায় (Kolkata)। কসবায় করোনা সংক্রমণের ভয়ে বন্ধ হল স্কুল। জানা গিয়েছে দক্ষিণ কলকাতার কসবায় এক শিক্ষিকার শরীরে করোনার সংক্রমণ দেখা দেওয়ায়, বন্ধ করে দেওয়া হয়েছে পঠনপাঠন।

আরও পড়ুন: কোরানের ২৬টি আয়াত বাদ দেওয়ার দাবি, তীব্র প্রতিবাদ বিজেপির