কোরানের ২৬টি আয়াত বাদ দেওয়ার দাবি, তীব্র প্রতিবাদ বিজেপির
বিজেপি কখনই ধর্মীয় গ্রন্থের অপমান বরদাস্ত করে না। এমনটাই জানিয়েছেন শাহনওয়াজ হুসেন (Syed Shahnawaz Hussain)।
নয়া দিল্লি: কোরানোর ২৬টি আয়াত (Verses of Quran) নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন ওয়াসিম রিজভি (Wasim Rizvi)। আর সেই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানাল বিজেপি (BJP)। কড়া বার্তা দিয়ে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন (Syed Shahnawaz Hussain) বলেন, কোনও ধর্মীয় গ্রন্থের অপমান আমরা মানব না।
উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি কোরানের ওই ২৬টি আয়াত বাদ দেওয়ার আবেদন জানিয়ে গিয়েছিলেন শীর্ষ আদালতে। আর সেই উদ্যোগের প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেন। তিনি বলেন, কোরানের আয়াত বাদ দেওয়ার যে আবেদন রিজভি জানিয়েছেন তার প্রতিবাদ জানাচ্ছি। এটাই আমাদের দলের অবস্থান। কোরান হোক বা যে কোনও ধর্মগ্রন্থের ব্যাপারে কোনও অস্বাভাবিক মন্তব্য করা উচিত নয়। তিনি আরও বলেন, রিজভির এই ধরনের উদ্যোগ নিয়ে দেশের পরিবেশ নষ্ট করা উচিত নয়।
হিংসা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে ওই ২৬টি আয়াত বাদ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওয়াসিম রিজভি। আবেদনে বলা হয়, ওই আয়াতগুলি জিহাদ ও সন্ত্রাস ছড়ায়। তাঁর দাবি, প্রাথমিকভাবে কোরানে ওই আয়াতগুলি ছিল না, পরে যুক্ত করা হয়েছে। রিজভি আরও জানিয়েছেন, তিন খলিফা হজরত মহম্মদের পর আবু বকর , হজরত উমর ও হজরত উসমান মিলে কোরান লিখে বই হিসেবে বের করেন। সেটাই পৌঁছেছে প্রজন্মের পর প্রজন্মের কাছে।
শিয়া ও সুন্নি প্রচারকদের মতে, কোরানোর একটা শব্দও পরিবর্তন করা উচিত নয়। এই আবেদন কখনই গ্রহণ করা উচিত নয় বলেও জানিয়েছেন তিনি।
রিজভি বার বার বলার চেষ্টা করেছেন যে তিনি নিজেও ধর্মপ্রাণ মুসলিম, তিনি ইসলামের বিরোধিতা করছেন না। কোরানে ২৬টি আয়াত পরে কট্টরপন্থীরা যুক্ত করেছে। তাই তিনি সুপ্রিম কোর্টের কাছে কোরান থেকে ওই দুই আয়াতের অবলুপ্তির দাবি জানান। তাঁর মতে, ওই দুই আয়াত অবলম্বন করেই দেশে সন্ত্রাসবাদে প্ররোচণা দেওয়া হচ্ছে।