RG Kar in Supreme Court: ‘সুপ্রিম-অভিষেকেই’ আরজি কর মামলা শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচী? আজ তাকিয়ে বাংলা
RG Kar in Supreme Court: প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে 'ধাক্কা' খায় তিলোত্তমার বাবা-মা। সম্প্রতি গোটা ঘটনার তদন্তের সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁরা।

নয়াদিল্লি: রবিবার দুপুরেই দিল্লি পৌঁছেছেন আরজি কর-কাণ্ডের নির্যাতিতার বাবা-মা। রাজধানীতে তাদের সঙ্গী হয়েছে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দলও। সোমের বেলায় হবে সুপ্রিম-শুনানি। মাস কয়েক আরজি কর হাসপাতালে চিকিৎসকের নৃশংস মৃত্যু ও ধর্ষণের ঘটনা যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। আজ সেই মামলারই শুনানি রয়েছে।
পাশাপাশি, এই একই দিনে সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি হিসাবে যোগ দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। জানা গিয়েছে, সোমবার ১০টা নাগাদ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাব শপথগ্রহণ করবেন তিনি। প্রথা মতো শপথগ্রহণের পর সেই দিন প্রধান বিচারপতির বেঞ্চে বসতে হয় নতুন বিচারপতিকে। সেই সূত্র ধরেই আশা করা যেতে পারে যে, আজ হয়তো এই বাঙালি বিচারপতির সামনেই চলতে পারে আরজি করের শুনানি।
জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে এই মামলা সরিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপ্রক্রিয়া চালানোর জন্য আর্জি জানিয়েছেন তিলোত্তমার বাবা-মা। পাশাপাশি, শীর্ষ আদালতে শুনানি চলাকালীন সেখানে উপস্থিত থাকার জন্য ‘পাস’-এর আবেদন করেছেন তারা। অবশ্য, সেই ‘পাস’ এখনও পাওয়া গিয়েছে, তা জানা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে ‘ধাক্কা’ খায় তিলোত্তমার বাবা-মা। সম্প্রতি গোটা ঘটনার তদন্তের সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁরা। সঞ্জয় রায় যে একা দোষী নয়, সেই অভিযোগ তুলে শীর্ষ আদালতের কাছে পুনরায় তদন্তের দাবি জানান তাঁরা। কিন্তু নির্যাতিতার বাবা-মা’র সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত।





