কলকাতা: বাংলার করোনা (Corona) পরিস্থিতি আরও ভয়ঙ্কর। করোনা সংক্রমণে নয়া রেকর্ড গড়ে একদিনে মৃত্যু হল ৭৭ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭ হাজার। যার মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮১১ জনের।
একের পর এক রেকর্ড ভেঙে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। এবার নয়া রেকর্ড গড়ে একদিনে কোভিডে পশ্চিমবঙ্গে মৃত্যু হল ৭৭ জনের।
বুধবার রাজ্য সরকারের তরফে প্রকাশিত বুলেটিন বলছে, এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২। ইতিমধ্যে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ১৫৯ জনের। যার মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭৭।
হেলথ বুলেটিন জানাচ্ছে, ২৮ এপ্রিল পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৮১২জন। যদিও সুস্থতার হার আশা জাগাচ্ছে।
আরও পড়ুন: আরও ভয়াবহ পরিস্থিতি বাংলায়! করোনা সংক্রমণে লাফিয়ে বাড়ছে মৃত্যু, কড়া পদক্ষেপ রাজ্যের
করোনা চিকিৎসার রাজ্যে মোট হাসপাতালের সংখ্যা ১৪০টি এবং এর মধ্যে ১০৫টি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা মিলছে বলে জানিয়েছে রাজ্য। সব মিলিয়ে রাজ্যে করোনা শয্যা রয়েছে ১২ হাজার ৩৫২টি। এদিকে রাজ্যে একান্তবাসে রয়েছেন ২৫,৯০,৪১১ জন। রাজ্যে সেফ হোম রয়েছে ২০০টি। যেখানে এখন ১,১১৮ জন করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন।