Coronavirus daily update: দাপট বাড়াচ্ছে করোনা! ৩ হাজারের গণ্ডি ছুঁইছুঁই বাংলার দৈনিক করোনা গ্রাফ

Coronavirus daily update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কারণে মারা গিয়েছেন ২ জন। বুধবার সংখ্যাটা ছিল ৩।

Coronavirus daily update: দাপট বাড়াচ্ছে করোনা! ৩ হাজারের গণ্ডি ছুঁইছুঁই বাংলার দৈনিক করোনা গ্রাফ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 11:39 PM

কলকাতা: ফের ঝড়ের গতিতে দাপট বাড়াচ্ছে মারণ করোনা (Coronavirus)। গতকাল বাংলায় যেখানে ২৩০০-র বেশি দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল বৃহস্পতিবার তা ৩ হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জারি করা করোনা(Corona) বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনার কবলে পড়েছেন ২৮৮৯ জন। এ পরিসংখ্যানই নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে নাগরিক মহলে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কারণে মারা গিয়েছেন ২ জন। বুধবার যা ছিল ৩। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার মোতাবেক করোনা পজেটিভিটি হার(Positivity Rate) দাঁড়িয়েছে ১৮.৭৪ শতাংশ।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

কলকাতা – আক্রান্ত ৮১৯। বুধবার আক্রান্ত ৮২৫ জন। 

উত্তর ২৪ পরগনা – আক্রান্ত ৮৩৪। বুধবার আক্রান্ত ৫৫২ জন। 

দক্ষিণ ২৪ পরগণা – আক্রান্ত ২০০। বুধবার আক্রান্ত ১৫৭ জন। 

হাওড়া – আক্রান্ত ১১০। বুধবার আক্রান্ত ৯৪ জন। 

নদিয়া – আক্রান্ত ১০০। বুধবার আক্রান্ত ৮৭ জন। 

পশ্চিম বর্ধমান – আক্রান্ত ১১৫। বুধবার আক্রান্ত ৬৮ জন। 

পশ্চিম মেদিনীপুর- আক্রান্ত ১০৩। বুধবার আক্রান্ত ৬৬ জন। 

দার্জিলিং- আক্রান্ত ৫৬। বুধবার আক্রান্ত ৩৫ জন। 

বীরভূম- আক্রান্ত ৭১। বুধবার আক্রান্ত ৬৮ জন। 

পূর্ব বর্ধমান- আক্রান্ত ১০৭। বুধবার আক্রান্ত ৯৯ জন। 

পূর্ব মেদিনীপুর – আক্রান্ত ১০৩। বুধবার আক্রান্ত ২১ জন। 

জলপাইগুড়ি – আক্রান্ত ৫১। বুধবার আক্রান্ত ২৬ জন। 

মুর্শিদাবাদ – আক্রান্ত ৯। বুধবার আক্রান্ত ৮২৫ জন। 

মালদহ – আক্রান্ত ২৭। বুধবার আক্রান্ত ২৩ জন। 

উত্তর দিনাজপুর – আক্রান্ত ১৮। বুধবার আক্রান্ত ১১ জন। 

আলিপুরদুয়ার – আক্রান্ত ১৬। বুধবার আক্রান্ত ৩ জন। 

বাঁকুড়া – আক্রান্ত ১০। বুধবার আক্রান্ত ১৩ জন। 

দক্ষিণ দিনাজপুর – আক্রান্ত ১১। বুধবার আক্রান্ত ৯ জন। 

পুরুলিয়া – আক্রান্ত ২১। বুধবার আক্রান্ত ১৩ জন। 

ঝাড়গ্রাম – আক্রান্ত ১। বুধবার আক্রান্ত ৩ জন। 

কোচবিহার – আক্রান্ত ১৫। বুধবার আক্রান্ত ১০ জন। 

কালিম্পং – আক্রান্ত 0। বুধবার আক্রান্ত 0। 

হুগলি – আক্রান্ত ১৭৫। বুধবার আক্রান্ত ১৪৬ জন।