Air India: ‘ছাঁটাই’ কর্মীদের কাজে ফেরাল এয়ার ইন্ডিয়া, ফিরছেন ‘সিক লিভ’ নেওয়া ক্রুরাও

Air India Express: টাটা গ্রুপের হাতে মালিকানা বদলের পর থেকেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা নানা সমস্যার কথা তুলতে থাকেন। মালিকানা বদলের পর কাজের ক্ষেত্রে নানা ‘টার্ম অ্যান্ড কন্ডিশন’-এও বদল আসে। বেতন থেকে শুরু করে কাজের শিফট, সবক্ষেত্রেই বদল আসায় সমস্যায় পড়তে হচ্ছিল পাইলট থেকে অন্যান্য কর্মীদের। এ নিয়েই গত আড়াই দিনে প্রতিবাদের ঝড় ওঠে।

Air India: ‘ছাঁটাই’ কর্মীদের কাজে ফেরাল এয়ার ইন্ডিয়া, ফিরছেন ‘সিক লিভ’ নেওয়া ক্রুরাও
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
Follow Us:
| Updated on: May 09, 2024 | 10:53 PM

নয়া দিল্লি: ‘সিক লিভ’-এ গিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার শতাধিক ক্রু। এর জেরে একের পর এক এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল হতে শুরু করে। কার্যত মুখ থুবড়ে পড়ে পরিষেবা। এই আবহে বৃহস্পতিবার সুখবর শোনাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বরখাস্ত কর্মীদের কাজে পুনর্বহাল করছে এয়ার ইন্ডিয়া। ২৫ জন কেবিন ক্রুর টার্মিনেশন লেটার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কেবিন ক্রুরাও তাঁদের কর্মবিরতি তুলে নিতে চলেছেন। যাঁরা ছুটি নিয়েছিলেন, সকলকে কাজে যোগ দিতে বলা হয়েছে।

টাটা গ্রুপের হাতে মালিকানা বদলের পর থেকেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা নানা সমস্যার কথা তুলতে থাকেন। মালিকানা বদলের পর কাজের ক্ষেত্রে নানা ‘টার্ম অ্যান্ড কন্ডিশন’-এও বদল আসে। বেতন থেকে শুরু করে কাজের শিফট, সবক্ষেত্রেই বদল আসায় সমস্যায় পড়তে হচ্ছিল পাইলট থেকে অন্যান্য কর্মীদের। এ নিয়েই গত আড়াই দিনে প্রতিবাদের ঝড় ওঠে।

এদিকে প্রায় ৩০০-র কাছাকাছি কেবিন ক্রু বসে যাওয়ায় বিমান পরিষেবাও একেবারে ব্যাহত হয়ে পড়ে। মঙ্গলবার থেকে শতাধিক উড়ান বাতিল করতে হয়। এদিকে বিমান বাতিলের জেরে সমস্যায় পড়েন যাত্রীরাও। টাকা দিয়ে টিকিট কেটে কেনই বা যাত্রীরা সংস্থার অভ্যন্তরীণ ঝামেলার কথা শুনতে যাবে? যাত্রীক্ষোভও বেড়েই চলেছিল। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে এবার পদক্ষেপ কর্তৃপক্ষের।

সূত্রের খবর, উভয়পক্ষের আলোচনার মাধ্যমে আপাতভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। তবে কর্মীদের দাবিদাওয়া নিয়ে খতিয়ে দেখার আশ্বাস পেয়েই কর্মবিরতি ওঠে বলে খবর।