Covid-19 Bulletin: বাংলায় স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেট, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৬

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 10, 2022 | 10:42 PM

Covid-19 Bulletin: বাংলায় অনেকটাই কমেছে পজিটিভিটি রেট। সংক্রমণও কমেছে। তবে, মৃতের সংখ্যা এখনও চিন্তার ভাঁজ ফেলছে।

Covid-19 Bulletin: বাংলায় স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেট, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৬
বাংলায় একদিনে ২৬ জনের মৃত্যু হল করোনায়

Follow Us

কলকাতা: শুরুতে ওমিক্রনের দাপটের মাত্রা বেশি হলেও ক্রমশ সেই ঢেউ বেশ খানিকটা থিতিয়ে গিয়েছে। একটু একটু নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নীচে নেমেছে আগেই। বৃহস্পতিবার সেই সংখ্যা আরও কমে হয়েছে ৮১৪। সংখ্যাটা বুধবারের তুলনায় অনেকটাই কম। মৃতের সংখ্যাও কমেছে। বুধবার ২৮ জন আক্রান্তের মৃত্যু হয়েছিল, বৃহস্পতিবার সেই সংখ্যাটা কমে হয়েছে ২৬। পজিটিভিটি রেটও অনেকটাই কমেছে। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ১.৮০ শতাংশ।

কোন জেলায় কত আক্রান্ত একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: বুধবার -৩, বৃহস্পতিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: বুধবার -৪, বৃহস্পতিবার-৩।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-১।

মালদহ– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: বুধবার -৩, বৃহস্পতিবার-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বুধবার -২, বৃহস্পতিবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: বুধবার -৩, বৃহস্পতিবার-৪।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১০ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: বুধবার -৪, বৃহস্পতিবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ১০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৬ জন। মৃত্যু: বুধবার -৩, বৃহস্পতিবার-৪।

 

Next Article