COVID Update: ফের ৮০০ পার! রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল আরও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 17, 2021 | 9:46 PM

Covid Update Bengal: পজিটিভিটি রেট বা সক্রিয়তার হার একধাক্কায় কমেছে অনেকটাই। গতকাল সক্রিয়তার হার ২.২১ শতাংশ। আজ তা নেমেছে ২-এর নীচে। সক্রিয়তার হার ১.৯৭ শতাংশ।

COVID Update: ফের ৮০০ পার! রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল আরও
কোভিড বিধিতে জোর দিচ্ছে রাজ্য সরকার (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : দুর্গা পুজোর পর থেকে করোনা গ্রাফ উর্ধ্বমুখী। কখনও ৭০০, কখনও ৮০০ পেরিয়েছে দৈনিক সংক্রমণ। গতকালেই আক্রান্তের সংখ্যা ছিল ৮১৯। এবার সেই সংখ্যা বাড়ল আরও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৮৬২ জন। গতকাল ১৪ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই সংখ্যা কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।

রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থ হয়েছেন ৮৩০ জন। তবে পজিটিভিটি রেট বা সক্রিয়তার হার একধাক্কায় কমেছে অনেকটাই। গতকাল সক্রিয়তার হার ২.২১ শতাংশ। আজ তা নেমেছে ২-এর নীচে। সক্রিয়তার হার ১.৯৭ শতাংশ। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ৮৫০ টি।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৩৫ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৪ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: মঙ্গলবার-৫, বুধবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৪ জন। মৃত্যু: মঙ্গলবার-৪, বুধবার-২।

Next Article