Corona Update: তিন হাজারের দোরগোড়ায় পৌঁছল করোনা আক্রান্তের সংখ্যা, স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেট

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 08, 2022 | 6:56 PM

Corona Update: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল অনেকটাই। তবে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Corona Update: তিন হাজারের দোরগোড়ায় পৌঁছল করোনা আক্রান্তের সংখ্যা, স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেট
ছবি সৌজন্যে : PTI

Follow Us

কলকাতা : করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। বুধবারই আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এবার দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছল প্রায় ৩ হাজারের দোরগোড়ায়। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯৫০। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ২৮৮৯ জন। শুক্রবার সেই সংখ্যা আরও কিছুটা বাড়ল। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তবে কিছুটা কমেছে পজিটিভিটি রেট। বৃহস্পতিবার যেখানে পজিটিভিটি রেট ছিল ১৮.৭৪ শতাংশ, শুক্রবার সেই হার কিছুটা কমে দাঁড়িয়েছে ১৬.৯৩ শতাংশ। আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ালেও এখনই আশঙ্কার মেঘ দেখছে না বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা কমই থাকছে।

কোন জেলায় কত আক্রান্ত, একনজরে

কলকাতা – আক্রান্ত ৮২৫। বৃহস্পতিবার আক্রান্ত ৭২৭ জন।

উত্তর ২৪ পরগনা – আক্রান্ত ৭৪০। বৃহস্পতিবার আক্রান্ত ৮৩৪ জন।

দক্ষিণ ২৪ পরগণা – আক্রান্ত ২১৩। বৃহস্পতিবার আক্রান্ত ২০০ জন।

হাওড়া – আক্রান্ত ১২৫। বৃহস্পতিবার আক্রান্ত ১১০ জন।

হুগলি – আক্রান্ত ১৪৬। বৃহস্পতিবার আক্রান্ত ১৪৬ জন।

নদিয়া – আক্রান্ত ১২৫। বৃহস্পতিবার আক্রান্ত ১০০ জন।

পশ্চিম বর্ধমান – আক্রান্ত ১১৯। বৃহস্পতিবার আক্রান্ত ১১৫জন।

পশ্চিম মেদিনীপুর- আক্রান্ত ১০৪। বৃহস্পতিবার আক্রান্ত ১০৩ জন।

দার্জিলিং- আক্রান্ত ১০১। বৃহস্পতিবার আক্রান্ত ৫৬ জন।

বীরভূম- আক্রান্ত ৮৩। বৃহস্পতিবার আক্রান্ত ৭১ জন।

পূর্ব বর্ধমান- আক্রান্ত ১০১। বৃহস্পতিবার আক্রান্ত ১০৭ জন।

পূর্ব মেদিনীপুর – আক্রান্ত ২৪। বৃহস্পতিবার আক্রান্ত ১০২ জন।

জলপাইগুড়ি – আক্রান্ত ৮৩। বৃহস্পতিবার আক্রান্ত ৫১ জন।

মুর্শিদাবাদ – আক্রান্ত ২১। বৃহস্পতিবার আক্রান্ত ৯ জন।

মালদহ – আক্রান্ত ৫২। বৃহস্পতিবার আক্রান্ত ২৭ জন।

উত্তর দিনাজপুর – আক্রান্ত ৩২। বৃহস্পতিবার আক্রান্ত ১৮ জন।

আলিপুরদুয়ার – আক্রান্ত ১৪। বৃহস্পতিবার আক্রান্ত ১৬ জন।

বাঁকুড়া – আক্রান্ত ২৪। বৃহস্পতিবার আক্রান্ত ১০ জন।

দক্ষিণ দিনাজপুর – আক্রান্ত ২২। বৃহস্পতিবার আক্রান্ত ১১ জন।

পুরুলিয়া – আক্রান্ত ৩০। বৃহস্পতিবার আক্রান্ত ২১ জন।

ঝাড়গ্রাম – আক্রান্ত ৭। বৃহস্পতিবার আক্রান্ত ১ জন।

কোচবিহার – আক্রান্ত ২৯। বৃহস্পতিবার আক্রান্ত ১৫ জন।

কালিম্পং – আক্রান্ত ২৮। বৃহস্পতিবার আক্রান্ত ০।

Next Article