Covid Bulletin: স্বস্তি দিয়ে কমছে পজিটিভিটি রেট, ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 22, 2022 | 8:34 PM

Covid Bulletin: নমুনা পরীক্ষা বাড়ানে হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা সে ভাবে বাড়ছে না। তবে মৃতের সংখ্যা কপালে ভাঁজ ফেলছে চিকিৎসকদের।

Covid Bulletin: স্বস্তি দিয়ে কমছে পজিটিভিটি রেট, ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ
কোভিড চিকিৎসায় নয়া গাইডলাইন (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: করোনার দৈনিক সংক্রমণ খুব কম না হলেও, খুব বেশি বাড়ছে না রাজ্যে। শুক্রবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৫৪, শনিবার সেই সংখ্য়া বেড়েছে সামান্য। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। তবে শুক্রবারের তুলনায় নমুনা পরীক্ষা অনেকটাই বেড়েছে শনিবার। ২৪ ঘণ্টায় ৮২ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সেই সঙ্গে কমেছে পজিটিভিটি রেটও।  শনিবারের বুলেটিন অনুসারে রাজ্যে পজিটিভিটি রেট ১১.১৩ শতাংশ। শুক্রবার এই হার ছিল ১২.৫৮ শতাংশ।

তবে মৃতের সংখ্যা যে ভাবে বাড়ছে তা উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। কলকাতা ও হাওড়ায় মৃতের সংখ্যা সবথেকে বেশি। দু জায়গাতেই ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাজ্যে মৃতের সংখ্যা ছিল ৩৫।

কোন জেলায় কত আক্রান্ত একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩০ জন। মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ১।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৭ জন। মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২৩ জন। মৃত্যু: শুক্রবার- ৫, শনিবার- ০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩৫ জন। মৃত্যু: শুক্রবার- ১, শনিবার- ১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১১ জন। মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৩ জন। মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১১ জন। মৃত্যু: শুক্রবার- ১, শনিবার- ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২১ জন। মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯১ জন। মৃত্যু: শুক্রবার- ১, শনিবার- ১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৭৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯০৩ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ৩।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৭ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৯ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৫ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ১, শনিবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২১ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ০, শনিবার- ১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২২ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ১, শনিবার- ১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪৮ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ১, শনিবার- ২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯০৫ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ১, শনিবার- ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২০৪ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ১১, শনিবার- ৭।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২৭ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ২, শনিবার- ৪।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৬৭ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ৪, শনিবার- ৬।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭৪ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ২, শনিবার- ৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৩৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬৫৯ জন। মৃত্যু: মৃত্যু: শুক্রবার- ৪, শনিবার- ৭।

আরও পড়ুন: Webinar For Students: কোভিড কালে বাড়ছে পড়ুয়াদের মানসিক চাপ, সমাধান দেবেন মনোবিদরা; বিশেষ ব্যবস্থা বিকাশ ভবনের

Next Article
CISF in Kolkata Airport: প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্কতা বিমানবন্দরে, আরও আঁটসাঁট হচ্ছে নিরাপত্তা
Suvendu Adhikari: কেন প্রধানমন্ত্রীর বৈঠকে গরহাজির জেলাশাসকরা? প্রশ্ন তুলে তোপ শুভেন্দুর