কোভিড হেল্পলাইন: কখন নেবেন দ্বিতীয় ডোজ়? জানুন ভ্যাকিসন নিয়ে বিবিধ উত্তর

সুমন মহাপাত্র |

May 16, 2021 | 9:02 PM

আপনাদের প্রশ্নের উত্তর দেবেন চিকিৎসকরা। এই পর্বে প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক অনির্বাণ দোলুই...

কোভিড হেল্পলাইন: কখন নেবেন দ্বিতীয় ডোজ়? জানুন ভ্যাকিসন নিয়ে বিবিধ উত্তর
গ্রাফিক্স- অভিজিৎ বিশ্বাস

Follow Us

কলকাতা: করোনা (COVID) মানেই আতঙ্ক। চারদিকে স্বজন হারানোর কান্না আর হাহাকার। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ঘুরে বেড়াচ্ছে ২০ হাজারের আশপাশেই। এই সঙ্কটময় পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে রাজ্যে কায়েম হয়েছে ১৪ দিনের লকডাউন। মুদিখানার দোকান থেকে বাজার, সবেতেই নির্দিষ্ট সময়বিধি প্রয়োগ করেছে প্রশাসন। রাস্তায় নেই গণপরিবহণ। তাই করোনা সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর পেতে প্রথম ভরসা ফোন-পরামর্শ। সেই সুযোগ নিয়ে এসেছে টিভি নাইন বাংলা। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন চিকিৎসকরা। এই পর্বে প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক অনির্বাণ দোলুই…

শেষাদ্রি চক্রবর্তী, খড়দহ: গত মাসের ১০ তারিখ কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছি। নতুন নির্দেশিকা এসেছে, এখন আমার দ্বিতীয় ডোজ় কবে নেওয়া উচিত?

অনির্বাণ দোলুই: ২ ডোজ়ের মধ্যে ৪-১২ সপ্তাহের ব্যবধানে দিলে কোভিশিল্ড কার্যকরী হয়। এমনটাই প্রথম প্রকাশিত হয়েছিল গবেষণায়। তাই ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান থাকায় সরকার ৪ সপ্তাহের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ় দিচ্ছিল। পরবর্তীকালে দেখা গিয়েছে ব্যবধান বাড়ালে কার্যকরিতা বাড়ছে, তাই ১২ সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিয়েছে সরকার। ১২ সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নেওয়ার চেষ্টা করুন।

শঙ্কর খান্ডেলওয়াল, কাটোয়া: আমার বয়স ৬৪, আমি টিকার প্রথম ডোজ় পাচ্ছি না। কী করব?

অনির্বাণ দোলুই: তার মানে দেড় মাস আগেই আপনার ভ্যাকসিন পাওয়ার সুযোগ এসেছিল। অনুযোগের সুরেই বলছি এত দেরি করে আপনি ঠিক করেননি। এখন ভ্যাকসিনের ক্রাইসিস রয়েছে। আপনি নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন, ভ্যাকসিন পাবেন।

প্রদীপ মতি লাল: বেসরকারি কেন্দ্রে কি ভ্যাকসিন পাওয়া যাবে?

অনির্বাণ দোলুই: একাধিক সরকারি হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালেও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় পাওয়া যাচ্ছে। খোঁজ-খবর নিন, নিশ্চয়ই ভ্যাকসিন পাবেন।

(আপনারা ফেসবুক কমেন্টে প্রশ্ন করতে পারেন, উত্তর দেবেন বিশেষজ্ঞরা)

আরও পড়ুন: ৩৬ ঘণ্টায় ১২ লক্ষের বিল! করোনায় মৃতের পরিবারের কপালে হাত

Next Article