Cow Smuggling Case: ৫৫ টি জমি; নিউটাউন, এয়ারপোর্ট চত্বরে ৪ টি ফ্ল্যাট… অনুব্রতর দেহরক্ষী সাইগলের এত সম্পত্তি এল কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 15, 2022 | 9:50 PM

CBI: ডোমকলে সাইগলের ৩৬ টি জমি বাজেয়াপ্ত করেছে সিবিআই। এই জমির বাজার দর ২ কোটি ৫৮ লাখ টাকা। বোলপুরে ৭ টি জমি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার দর ১ কোটি ৫ লাখ টাকা।

Cow Smuggling Case: ৫৫ টি জমি; নিউটাউন, এয়ারপোর্ট চত্বরে ৪ টি ফ্ল্যাট... অনুব্রতর দেহরক্ষী সাইগলের এত সম্পত্তি এল কীভাবে?
সায়গল হোসেন

Follow Us

বোলপুর ও কলকাতা : গরুপাচার মামলার তদন্তে পরতে পরতে রহস্য। জুন মাসেই গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন। সেই সাইগলের সম্পত্তির পরিমাণ দেখলে চোখ কপালে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সাইগলের বেতন বা তাঁর পারিবারিক আয়ের সঙ্গে কোনও সঙ্গতি নেই এই বিপুল পরিমাণ সম্পত্তির।

সিবিআই আধিকারিকরা এখনও পর্যন্ত সাইগলের যে যে সম্পত্তির হদিশ পেয়েছেন –

  • ডোমকলে সাইগলের ৩৬ টি জমি বাজেয়াপ্ত করেছে সিবিআই। এই জমির বাজার দর ২ কোটি ৫৮ লাখ টাকা।
  • বোলপুরে ৭ টি জমি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার দর ১ কোটি ৫ লাখ টাকা।
  • সিউড়িতেও জমি রয়েছে অনুব্রতর দেহরক্ষী সাইগল হোসেনের। সেখানে সাইগলের ৭ টি জমি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার বাজারদর ৭২ লাখ টাকা।
  • পাশাপাশি বেশ কিছু ফ্ল্যাটও রয়েছে সাইগলের। নিউটাউন এলাকা থেকে সাইগলের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করেছে সিবিআই, যার বাজারদর ১০ লাখ টাকা।
  • বীরভূমের অন্যত্রও পাঁচটি জমি রয়েছে সাইগলের। সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই পাঁচটি জমির আনুমানিক বাজার দর ৮৫ লাখ টাকা।
  • এয়ারপোর্ট এলাকাতেও তিনটি ফ্ল্যাট রয়েছে সাইগলের। যার বাজারদর ৬০ লাখ টাকা। সেগুলিও বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
  • এর পাশাপাশি ইলামবাজারে একটি পেট্রোল পাম্প, ২ টি লরি (দান ৪২ লাখ টাকা) সন্ধান পেয়েছেন সিবিআই আধিকারিকরা।
  • এছাড়াও রয়েছে ৯ টি বিমা, যেগুলির প্রিমিয়াম বছরে ৩ লাখ ৬৮ হাজার টাকা।
  • এসব ছাড়াও ৩৭ লাখ টাকার গয়না এবং সাড়ে চার লাখ টাকা নগদও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

সাইগল ও তাঁর পারিবারিক আয় কত?

প্রসঙ্গত, সাইগল হোসেনের বাবার মৃত্যুর পর তিনি কনস্টেবলের চাকরি পেয়েছিলেন। এর সঙ্গে ছিল মায়ের পেনশন এবং স্ত্রী স্কুল শিক্ষিকার বেতন। প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ সম্পত্তির সঙ্গে কি সাইগল বা তাঁর পারিবারিক আয়ের কোনও সঙ্গতি রয়েছে? ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সাইগল হোসেনের প্রাপ্ত বেতন ২৪ লাখ ৪৩ হাজার টাকা। ওই একই সময়ের মধ্যে সাইগলের মা লতিফা পেনশন পেয়েছেন ৭ লাখ ৩৭ হাজার টাকা এবং সাইগলের স্ত্রী পেশায় শিক্ষিকা সোমাইয়ার বেতন ২১ লাখ ২৪ হাজার টাকা।

Next Article