কলকাতা: রাম নবমীতে অশান্তির আশঙ্কা করছে পুলিশ? তার জেরে চূড়ান্ত সতর্ক পুলিশ-প্রশাসন। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, একাধিকবার বৈঠক হয়েছে। সব দিকে নজর রাখা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছিল এই বছরের রাম-নবমী আলাদা। এবারের রাম নবমীতে ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। এরপর পুলিশের উদ্দেশ্যে তাঁর বার্তা, “পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে যদি পড়েন তাহলে খেসারত আপনাকে দিতে হবে।” এখানেই শেষ নয়, অশান্তির আশঙ্কা করে তার দায় পুলিশ-তৃণমূলের উপরই চাপিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, “উস্কানি আসে রাজ্যের শাসকদল তৃণমূল, পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে। তমলুক-নন্দকুমার সহ বিচ্ছিন্ন ভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, সেই একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। “আমরা ইতিমধ্যেই পুলিশের তরফে একটি প্রোফর্মা পেয়েছি। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রোফর্মা কেউ ফিলাপ করবেন না।” পাল্টা আবার সব অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে ওরা অন্য ন্যারেটিভ, বিষ মেশানো ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে। আমরা উত্তরও দেব না, প্ররোচনাও দেব না।”
এই আবহের মধ্যেই এ দিন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “আমরা প্রস্তুত। কিন্তু এখনও সময় আছে। এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এখন যা পরিস্থিতির উপর নজর রাখছি।”