AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CP: কার নির্দেশে চাকরিহারার পেটে লাথি? দিলেনই বা কোন অফিসার? এবার এসএসডি-কে পৃথকভাবে তদন্তের নির্দেশ CP-র

CP: চাকরিহারাদের ডিআই অফিসান অভিযান ঘিরে বুধবার রাজপথে ধরা পড়ে বিপন্নতার ছবি। চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।

CP: কার নির্দেশে চাকরিহারার পেটে লাথি? দিলেনই বা কোন অফিসার? এবার এসএসডি-কে পৃথকভাবে তদন্তের নির্দেশ CP-র
চাকরিহারার পেটে লাথি-কাণ্ডে তদন্তের নির্দেশ CP-রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 10, 2025 | 6:24 PM
Share

কলকাতা:  কসবা ডিআই অফিসে আন্দোলনরত চাকরিহারা শিক্ষককে লাথি কেন মারা হল? এবিষয়ে  ডিসি এসএসডি-কে পৃথকভাবে তদন্তের নির্দেশ দিলেন সিপি মনোজ ভর্মা। সূত্রের খবর, কার নির্দেশে, কোন অফিসার কেন লাথি মারলেন, তা সবিস্তারে জানতে চেয়েছেন সিপি।

চাকরিহারাদের ডিআই অফিসান অভিযান ঘিরে বুধবার তপ্ত হয় রাজপথ। চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ছবি ধরা পড়ে, এক পুলিশকর্মী এক চাকরিহারার পেটে লাথি মারছেন। সংবাদমাধ্যমের সেই ছবি স্ক্রিন শট সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকেন আম জনতা। সমালোচনা ওঠে বিস্তর।

প্রথম থেকেই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল, চাকরিহারারাই প্রথমে আক্রমণ করেছেন, সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেছেন, তাতেই লাঠিচার্জ। বুধবারই সিপি বলেন, “পুলিশের উপর প্রথম চড়াও হয়েছে। চার জন পুলিশ কর্মী জখম হয়েছেন। দু’জন মহিলা পুলিশ কর্মীও জখম হয়েছেন। আমাদের কাছে সেইসব ভিডিয়ো ফুটেজ রয়েছে।” লাঠিচার্জ প্রসঙ্গে সিপি-র বক্তব্য, “পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে।” কিন্তু পেটে লাথি মারা কখনই কাম্য নয়, উচিত হয়নি বলেও জানিয়েছিলেন তিনি। তখনই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন।

পুলিশ কি এভাবে লাথি মারতে পারে? এই প্রশ্নের উত্তরে মনোজ পন্থ বলেন, “ঠিক হ‍য়নি। কিন্তু তারপরও সব ফুটেজ দেখা হচ্ছে। আমরা ওখানে থাকা পুলিশ আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়েছি। একটা ছবি দেখানো হচ্ছে। বাকি অংশ দেখানো হচ্ছে না। সব ফুটেজ খতিয়ে দেখা হবে।” এবার তদন্তের নির্দেশ সিপি-র।|