কলকাতা: অন্যান্য বারের থেকে এবারের লোকসভা নির্বাচনের সমীকরণ অনেকটাই আলাদা। জাতীয় রাজনীতির নিরিখে যখন একই জোটে তৃণমূল-সিপিএম, তখন বাংলায় বামেদের অবস্থান ঠিক কী হবে, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। এবার সেই রোড ম্যাপ তৈরি করে ফেলতে প্রস্তুত সিপিএম। আলিমুদ্দিন সূত্রের খবর, মাঝ নভেম্বরেই বিভিন্ন ইস্যু নিয়ে পথ হাঁটা শুরু করবে সিপিএম। দিন দশেকের মধ্যেই স্থির হয়ে যাবে দলের অবস্থান। অন্যদিকে, আজ শুক্রবার পথে নামছেন বাম নেত্রী তথা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। কোচবিহার থেকে এদিন ইনসাফ যাত্রা শুরু করবেন তিনি। সেই যাত্রী শেষ হবে আগামী বছরের জানুয়ারিতে ব্রিগেড সমাবেশ।
জোট যাই হোক না কেন রাজ্যে যে বামেদের অবস্থান তৃণমূল-বিরোধী, তা বারবার স্পষ্ট করে দিয়েছে বাম নেতৃত্ব। সে ক্ষেত্রে রাজ্য়ে তৃণমূল ও বিজেপি-বিরোধী জোটে কোন অঙ্ক কষবে সিপিএম? কতগুলো আসনে লড়বে সিপিএম? কতগুলো আসন ছাড়া হবে শরিকদের? কংগ্রেস, আইএসএফ-এর জন্যই বা কী ভাবনা? সে সব খতিয়ে দেখা হবে। হবে বৈঠক। আগামী ১০ দিনের মধ্য়ে এই সব হিসেব বামেরা কষে ফেলবে বলেই জানা যাচ্ছে।
স্থির হয়েছে, সেই বৈঠকের নির্যাস পাঠানো হবে বামফ্রন্টের বৈঠকে। সেখানে আলোচনার পরে বৈঠক হবে কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গে। এছাড়া, ৩ থেকে ৫ নভেম্বর রাজ্য কমিটির যে বিশেষ অধিবেশন আছে, তা শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই সিপিএম প্রার্থী নিয়ে বৈঠক সেরে ফেলবে।
উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে ইনসাফ যাত্রা। মূলত রাজ্যের শিল্পায়ন আর চাকরির দাবিতে মিছিল থেকে সরব হবে সিপিএম-এর যুব সংগঠন। বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদেরও ওই যাত্রায় সামিল করতে চায় ডিওয়াইএফআই। এই যাত্রায় উঠে আসতে পারে সিঙ্গুর প্রসঙ্গও।