CM Mamata Banerjee: আরএসএস প্রধানকে ফুল-মিষ্টি মমতার, চাঁচাছোলা ভাষায় আক্রমণ সুজন-শতরূপদের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

May 17, 2022 | 9:32 PM

CM Mamata Banerjee: মোহন ভগবৎ-কে মমতার ফুল-মিষ্টি পাঠানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার বিতর্ক। তা নিয়ে তীব্র ভাষায় কটাক্ষবাণ শানিয়েছে বামেরা।

CM Mamata Banerjee: আরএসএস প্রধানকে ফুল-মিষ্টি মমতার, চাঁচাছোলা ভাষায় আক্রমণ সুজন-শতরূপদের
ছবি - মমতার নির্দেশ শুনতেই আক্রমণে বামেরা

Follow Us

কলকাতা: মেদিনীপুর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সময়েই আবার কেশিয়ারিতে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবৎ(RSS chief Mohan Bhagwat)। এদিকে এই খবর আগেই পেয়েছিলেন মমতা। পশ্চিম মেদিনীপুর পৌঁছেই আরএসএস প্রধানের দেখভালের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করতে কেশিয়ারির আইসি-কে বিশেষ নির্দেশ দেন মমতা। মমতার দাবি, “আমাদের রাজ্যে কেউ এলে আমার তার আতিথেয়তায় কোনও খামতি রাখি না”। পাশাপাশি আতিথেয়তার কথা বললেও আরএসএসকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। নতুন করে যাতে ‘দাঙ্গা’ না বাধে তা দেখতেও আইসি-কে নির্দেশ দেন তিনি। 

তবে মোহন ভগবৎ-কে মমতার ফুল-মিষ্টি পাঠানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। আরএসএসের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তুলে মমতা বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণের রাস্তায় হেঁটেছে বামেরা। এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী মেদিনীপুরে, মোহন ভগবৎও মেদিনীপুরে। মোহন ভগবৎ এসেছেন। পারস্পরিক ভাবে দুজন দুজনের দেখাশোনা করবেন, যাতে কারও অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রী ওনার অফিসারদের লাগিয়ে দিয়েছেন যাতে মোহন ভগবতের যত্নের কোনও অসুবিধা না হয়। ফুল-মিষ্টি সব মিলিয়ে যাতে মোহন ভগবৎক খুশি রাখা যায় সেই চেষ্টা করছেন। আরএসএস দেশপ্রেমিক এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। মুখ্যমন্ত্রী দেবী দুর্গা, এটা আরএসএস বলেছিল। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখে আরএসএস সম্পর্কে সমালোচনা কেউ শুনেছেন? মুখ্যমন্ত্রী খেলা খেলা ভাব দেখান। বিজেপির সঙ্গে লড়াইয়ের ভাব দেখান। কিন্তু আরএসএসের কথার বাইরে মুখ্যমন্ত্রী যে যান না, সেটা সবাই বুঝে গিয়েছে”।

তীব্র ভাষায় কটাক্ষবান শানিয়েছেন বাম নেতা শতরূপ ঘোষও। তাঁর কথায়, “এখানে তৃণমূল-কংগ্রেস তৈরি হয়েছিল আরএসএসের টাকায়। কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়েছিলেন। তারপর ওনার হাত ধরেছিল আরএসএস। আরএসএসের টাকায় তৃণমূল তৈরি হয়েছিল। একসময় আরএসএসে মমতা দেশপ্রেমী সংগঠন, কমিউনিস্টদের বিরুদ্ধে এরা লড়াই করছে বলে সার্টিফিকেট দিয়েছিলেন। আরএসএস ওনাকে দেবী দুর্গা বলেছিল। আজকে ওনার সরকার আসার পর থেকে পশ্চিমবঙ্গে আরএসএসের শাখার সংখ্যা বহু গুণ বেরে গিয়েছে। আমাদের সময় গোটা বাংলায় হ্যারিকেন নিয়ে ঘুরলেও একটাও আরএসএসের সংগঠন খুঁজে পাওয়া যেত না। এখন পাড়ায় পাড়ায় আরএসএসের শাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যের সঙ্গে বিজেপির এখানে ক্ষমতা দখলের লড়াই আছে। কিন্তু আদর্শের নয়। কিন্তু আরএসএস প্রসঙ্গ এলে এটা বোঝা যায় মমতা আরএসএস বিরোধী নন”। এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “যে রাজনৈতিক উচ্চতার জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলেছে সেখানে থেকে স্বয়ং সেবক সংঘকে স্পর্শ করা যাবে না। কেউ আপনার বাড়ি এলে ফুল মিষ্টি তো দেওয়া হয়ই। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এতটাই বিস্তৃত যে সেখানে ফুল মিষ্টির প্রয়োজন নেই”।

Next Article